দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের স্ত্রী ছবি মন্ডল। দীর্ঘদিন ধরেই কলকাতার এই নামী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েক মাসে অবস্থার অবনতি হয়।
খবর পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সঙ্গে রয়েছেন জেলা তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব। কলকাতায় আসছেন অনুব্রত কন্যা সুকন্যাও। অসুস্থ থাকাকালীন মায়ের সেবা শুশ্রূষার পাশাপাশি পরিবারের দায়িত্বও নিজের হাতে পালন করতেন মেয়ে সুকন্যাই। মায়ের মৃত্যু খবর পেয়ে শোকাচ্ছন্ন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ঝড়ের গতিতে বাড়ছে রান্নার গ্যাসের দাম, জানুন কোন রাজ্যে গ্যাসের দাম সবচেয়ে বেশি
সূত্রের খবর, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বোলপুরের বাড়িতে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ছবি দেবীর। প্রসঙ্গত, গত লোকসভা ভোটের সময় নিজের মা-কে হারান অনুব্রত মন্ডল। সেই সময়ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছায়া দেবী। ভোট প্রচারে বিভিন্ন সময়ে স্ত্রীর প্রসঙ্গ তুলেছেন বীরভূমের একচ্ছত্র অধিপতি।