Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবারও বেলাগাম অনুব্রত, ‘মিথ্যাবাদী’, ‘নেমকহারাম’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে

বীরভূমের রাজনগরের সভা থেকে আবারও প্রধানমন্ত্রীকে 'মিথ্যাবাদী' বলে 'নেমকহারাম' বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একাধিক বিষয়ে সুর তুললেন কেন্দ্রের বিরুদ্ধে। অমিত শাহের (Amit Shah)বাংলা সফরে বাতিলের নেপথ্যের কারণ…

Avatar

বীরভূমের রাজনগরের সভা থেকে আবারও প্রধানমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বলে ‘নেমকহারাম’ বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একাধিক বিষয়ে সুর তুললেন কেন্দ্রের বিরুদ্ধে। অমিত শাহের (Amit Shah)বাংলা সফরে বাতিলের নেপথ্যের কারণ ‘ভয়’ এমনটাই দাবি করলেন তৃণমূলের জেলা সভাপতি।

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। দিনক্ষণ ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। সেই কারণে শাসক শিবিরের উভয়েই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। প্রতি পক্ষের ভুল এবং ত্রুটিকে সাধারণ মানুষের মানুষের সামনে তুলে ধরে একুশ মসনদ চেষ্টা চালাচ্ছে দুই দলই। কার্যত প্রতিদিনই বাংলার বিভিন্ন প্রান্তে সভামিছিলের আয়োজন করা হচ্ছে। শনিবার বীরভূমের রাজনগরে সভা করেন জেলা শাসক শিবিরের সভাপতি অনুব্রত মণ্ডল। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতায় সুর চড়ান অনুব্রত। তার বক্তব্য,”মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। বিজেপি সরকার ভাওতাবাজি করছে। ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষকে অনেক প্রতিশ্রুতি দিলেও তার কিছুই করতে পারেননি।” এরপরই প্রধানমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করে অনুব্রত বলেন, “মোদির মতো জালিয়াত প্রধানমন্ত্রী ভারতে আর দেখিনি।” ‘সোনার বাংলা’ ইস্যুতেও এদিন অনুব্রত খোঁচা দেন মোদিকে। সফর বাতিল নিয়ে অমিত শাহ ও বিজেপিকে তুলোধনা করেন। বলেন, “ওরা ভয় পেয়েছে। বুঝে গিয়েছে বাংলা দখল করা এত সহজ নয়, সেই কারণেই বারবার দিনক্ষণ বদল করছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গেরুয়া শিবিরকে আক্রমণের সাথে এই দিনই মুখ্যমন্ত্রী এবং তার জনমুখী প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করেন শাসক শিবিরের জেলা সভাপতি। তার বক্তব্য,”মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি শুধু মানুষের ভাল করতে চান। ধর্মীয় ভেদাভেদ করেন না। হিন্দুর জন্য যতটা ভাবেন, ততটাই ভাবেন মুসলিমদের জন্য। একইভাবে সব শ্রেণির মানুষদের মুখে হাসি ফোটাতে চান তিনি। আর প্রধানমন্ত্রী কেবল গুজরাটিদের কথা ভাবেন।”

About Author