Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“দিনে এই লোক, রাতে ওই লোক”, বৈশাখীকে কুরুচিকর আক্রমণ অনুব্রতের

গেরুয়া শিবিরের নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) ব্যক্তিগত এবং কুরুচিকর আক্রমণ করলেন শাসক শিবিরের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এইদিন আউশগ্রামে ঘাসফুল শিবিরের এক সভা থেকে বৈশাখীকে উদ্দেশ্য…

Avatar

গেরুয়া শিবিরের নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) ব্যক্তিগত এবং কুরুচিকর আক্রমণ করলেন শাসক শিবিরের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এইদিন আউশগ্রামে ঘাসফুল শিবিরের এক সভা থেকে বৈশাখীকে উদ্দেশ্য করে তিনি বলেন,”দিনে এই লোক, রাতে এই লোক। বার বার লোক চেঞ্জ করছে।” পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তিনি ‘বেইমান’ বলে কটাক্ষ ও করেন।

এই দিনের সভা থেকে অনুব্রতকে বলতে শোনা যায়,”বেইমান প্রধানমন্ত্রী মোদী। কোনও কথা রাখেনি আর মোদী বলছে বাংলাকে নাকি সোনার বাংলা করবে। আগে গুজরাটকে তো করো। কিছুনা, মমতাকে হিংসে করছে মোদী। একের পর এক সব বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। রেল বিক্রি করছে। কয়লা খনি বক্রি করছে। সবই বিক্রি করে দিচ্ছে। লকডাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাল ফি করে দিল। কেন্দ্রীয় সরকার মাত্র তিন মাস চাল দিল। কিন্তু মমতা তা করেননি জুন মাস পর্যন্ত চাল দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইদিন তিনি আরও দাবি করে,”আমরা জেল খাটবো। তবু দল ছাড়ব না। অনেক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। তাতে কিছুই হবেনা। তৃণমূল কংগ্রেসের কিছুই হবেনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করেছেন মমতা চলে গেলে সব শেষ হয়ে যাবে। বাংলাটা একে বারে অন্ধকারে চলে যাবে। বাংলার উন্নয়ন বন্ধ হয়ে যাবে”

এইদিন তিনি আরও বলেন,”বিদেশের মানুষজন বলছে এমন মানুষ পাওয়া যাবে না। এমন মুখ্যমন্ত্রী পাওয়া যাবে না।” এদিন মিমকেও ‘বিজেপির দালাল’ বলে আক্রমণ করেন অনুব্রত। তিনি বলেন, “হায়দরাবাদ থেকে বাংলায় এসে কিছু করতে পারবে। চ্যালেঞ্জ করছি, গোহারা হারাব।”

About Author