Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

আজ CBI-এর ডাকে যাবেন না অনুব্রত মণ্ডল, সময় চেয়ে দিলেন চিঠি

সিবিআই আজ অর্থাৎ মঙ্গলবার তাদের নিজাম প্যালেস ভবনে গরুপাচার সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডল এবং তার সহযোগীকে ডেকে পাঠিয়েছিল

Advertisement
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে গরুপাচার কান্ডে নাম জড়িয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আজ অর্থাৎ মঙ্গলবার তাদের নিজাম প্যালেস ভবনে গরু পাচার সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডল এবং তার সহযোগীকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু আজ সকালেই সিবিআই জানিয়েছে যে অনুব্রত মণ্ডল এবং তার সহযোগী দুজনেই চিঠি দিয়ে জানিয়েছে যে তারা আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারবে না। কিন্তু হঠাৎ করে তারা কেন জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকা থেকে পিছিয়ে গেল, তা নিয়ে তোলপাড় হচ্ছে গোটা বঙ্গ রাজনীতি।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন যে তার কিডনিতে সমস্যা আছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ঠিক নেই। এছাড়া এই করোনার প্রকোপের মাঝে তার বাড়ি থেকে বেরোনো সম্ভব নয়। অন্যদিকে অনুব্রত মণ্ডলের সহযোগী বলেছেন যে তার বাড়িতে একাধিক মানুষ করোনা পজিটিভ হয়ে আছেন। এই মুহূর্তে তিনি হোম আইসোলেশনে থাকায় তার পক্ষে নিজাম প্যালেসে আজ হাজিরা দেওয়া সম্ভব নয়।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মণ্ডল এখনো অব্দি গরু পাচারকাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তবে ঘাসফুল শিবিরের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে যে বীরভূমের ভোটের গুরুদায়িত্ব যেহেতু “কেষ্টদার” কাঁধে আছে তাই শেষ মুহূর্তে দলটি অস্বস্তিতে ফেলতে রাজনৈতিক অভিসন্ধি করা হয়েছে। তারা এও দাবি করেছে যে গত শনিবার বোলপুরে দাঁড়িয়ে নাম না করে অনুব্রত মণ্ডলকে জেলে ঢোকানোর কথা বলেছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর তারপর থেকেই হঠাৎ করে কোনো কারণ ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা বেড়ে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button