Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করল নির্বাচন কমিশন! ‘কিভাবে খেলা হবে’? বললেন বীরভুমের কেষ্ট

নজরবন্দি করা হলো বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। ভোটের মুখেই এবারে নির্বাচন কমিশনের নজরবন্দি অনুব্রত। কিন্তু এখনও তিনি তার বিশ্বাসে অবিচল। দিন কয়েক আগে থেকেই রাজনৈতিক মহলে তার খেলা…

Avatar

By

নজরবন্দি করা হলো বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। ভোটের মুখেই এবারে নির্বাচন কমিশনের নজরবন্দি অনুব্রত। কিন্তু এখনও তিনি তার বিশ্বাসে অবিচল। দিন কয়েক আগে থেকেই রাজনৈতিক মহলে তার খেলা হবে মন্তব্য এবং স্লোগান ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এখন তৃণমূলের অন্যতম প্রধান রাজনৈতিক স্লোগান অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’।

কিন্তু আজ বিকেল পাঁচটা থেকে অনুব্রত মণ্ডলকে নির্বাচন কমিশনের তরফ থেকে নজর বন্দি করা হলো। আর দুইদিন পরে নির্বাচন। তার আগে বীরভূমের এই নেতাকে নজরবন্দি করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকের ধারণা এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। কিন্তু যাই হয়ে যাক না কেন অনুব্রত মণ্ডল এখনও বলছেন খেলা কিন্তু হবেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ওরা তো আমার ঘরের ভেতর ঢুকতে পারবে না, পার্টি অফিসের ভেতরে ঢুকতে পারবে না। তারা সব বাইরে থাকবে। যা খেলার সেসব খেলা হবেই। কেউ আটকাতে পারবেনা। এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন। ২০০ থেকে ২২০ সিট আমরাই পাচ্ছি।”

About Author