Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জীবনে কেউ প্রেম নিবেদন করেননি, প্রেম দিবসে অকপট স্বীকারোক্তি কেষ্ট দার

রাজ্য তৃণমূল নেতৃত্বের অন্যতম দাপুটে নেতা হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তার বিখ্যাত খেলা হবে স্লোগান রাজ্যের সব মানুষের কাছে জনপ্রিয়। তার দলের নেতা এবং তৃণমূলের প্রচার সব কিছুতে এই…

Avatar

রাজ্য তৃণমূল নেতৃত্বের অন্যতম দাপুটে নেতা হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তার বিখ্যাত খেলা হবে স্লোগান রাজ্যের সব মানুষের কাছে জনপ্রিয়। তার দলের নেতা এবং তৃণমূলের প্রচার সব কিছুতে এই স্লোগান ব্যবহার করছেন। সিপিএম, বিজেপি সহ সকল দল এই স্লোগান ব্যবহার করে এসেছেন। আর এহেন এই দাপুটে নেতার জীবনে নাকি কখনো প্রেমের প্রস্তাব পাননি। আক্ষেপ জানালেন এই নেতা।প্রেম দিবসে নিজের মনের কথা খুলে বললেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত। জানালেন, ‘ আমি আমার জীবনে কখনো প্রেম প্রস্তাব পাইনি।” এছাড়াও ভ্যালেন্টাইন্স ডেতে দলের নেতা ও কর্মীদের, যুবক এবং যুবতীদের শুভেচ্ছা জানালেন অনুব্রত। অন্যদিকে, বোলপুরে আশা কর্মীদের নিয়ে তৃণমূলের একটি দলীয় সভায় খেলা হবে বিতর্ক উস্কে দিলেন জেলা প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক। তিনি ছড়া কেটে খেলা হবে স্লোগান দেন।মঞ্চে ছিলেন অনুব্রত সহ আরো অনেক নেতা। এর আগেও তৃণমূলের বিভিন্ন সভায় এই ধরনের স্লোগান তুলেছেন প্রলোয় নায়েক। যদিও প্রলয় নায়েক এ বিষয়ে এখনো কিছু জানায়নি তবে, বর্তমানে জেলা শিক্ষা সেলকে নিয়ন্ত্রণ করছেন প্রলয়বাবু। তার সাংগঠনিক নেতৃত্বে জেলার অন্যান্য শিক্ষা সেল নির্মূল। তাই তিনি তার কাজ সামলে দলকে সময় দেন।
About Author