Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৈরি করোনার প্রতিষেধক, এই মাস থেকে প্রয়োগ করবে মানুষের শরীরে, জানাল বিজ্ঞানীরা

করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন রাশিয়ার বিজ্ঞানীরা। রাশিয়ান রিসার্চ সেন্টারের দাবি, ইতিমধ্যে করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছে তারা। আগামী জুন মাসেই মানব শরীরে প্রয়োগ করা হবে…

Avatar

করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন রাশিয়ার বিজ্ঞানীরা। রাশিয়ান রিসার্চ সেন্টারের দাবি, ইতিমধ্যে করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছে তারা। আগামী জুন মাসেই মানব শরীরে প্রয়োগ করা হবে তা। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে গবেষকদের। তবে, জুন মাসে এই প্রতিষেধক টিকা পরীক্ষামূলক ভাবে মানব শরীরে প্রয়োগ করা হবে। তাতে ইতিবাচক ফল মিললে তবেই তা বাজারে ছাড়া হবে বলে রাশিয়ান রিসার্চ সেন্টারের তরফে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।

তৈরি করোনার প্রতিষেধক, এই মাস থেকে প্রয়োগ করবে মানুষের শরীরে, জানাল বিজ্ঞানীরা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা হিসেবে ৩ টি ওষুধ আবিষ্কার করেছে রাশিয়ার গবেষকরা। যা আগামী ২৯ থেকে পরীক্ষামূলক ভাবে মানব দেহে প্রয়োগ করার জন্যে প্রস্তুত হচ্ছে তারা। এমনটাই জানিয়েছেন রাশিয়ার ভেক্টর স্টেট ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টারের প্রধান রিনাট ম্যাক্সিওটোভ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যুগান্তকারী আবিষ্কারের বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

এ বিষয়ে সাহায্য করতে স্বেচ্ছাসেবী হিসেবে ৩০০ জন আবেদন করেছিলেন বলে জানিয়েছেন ম্যাক্সিওটোভ। তাদের মধ্যে চূড়ান্ত ভাবে ১৮০ জনকে বেছে নিয়ে তাদের তৈরি রাখা হয়েছে। সময় মতো তাদের শরীরে পরীক্ষামূলক ভাবে করোনার টিকা প্রয়োগ করা হবে বলে সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর। প্রসঙ্গত, রাশিয়ার কল্টসোভো এলাকার এক গবেষণাগারে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইঁদুর, গিনিপিগ সহ বিভিন্ন প্রাণীর উপর এই টিকা পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে চলেছেন বিজ্ঞানীরা।

About Author