Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাহীনবাগ, পার্ক সার্কাসে টাকা দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে, ফের বেফাঁস মন্তব্য দিলীপের

ফের বেলাগাম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি শাহীনবাগ এবং পার্কসার্কাসের আন্দোলকারীদের গরিব ও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন। তাদের টাকা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন এদিন তিনি। দিলীপ ঘোষ…

Avatar

ফের বেলাগাম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি শাহীনবাগ এবং পার্কসার্কাসের আন্দোলকারীদের গরিব ও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন। তাদের টাকা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন এদিন তিনি। দিলীপ ঘোষ বলেছেন, ‘কিছু গরীব ও অশিক্ষিত মহিলা খাবার ও টাকার জন্যে রাস্তায় বসেছে।’ ‘অশিক্ষিত, সাধারণ, দারিদ্র্যপীড়িত কিছু লোক, যাদের সচেতনতার অভাব রয়েছে, তাদের রাস্তায় বসতে দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা অর্থের বাইরেও তাদের প্রতিদিন অর্থ দেওয়া হচ্ছে এবং বিরিয়ানি খাওয়ানো হচ্ছে’, ঠিক এইভাবেই শাহীনবাগ ও পার্ক সার্কাসের আন্দোলনকারীদের আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি।

কংগ্রেস নেতা পি চিদম্বরম এবং সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটকে উদ্যেশ্য করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমি অবাক! এমন অনেক দলের জাতীয় নেতারা বাংলায় আসেন, বক্তব্য রাখেন কিন্তু কেউ তাদের বক্তব্য শোনেন না। তাই কারাত বা চিদাম্বরমের মতো লোকেরা যখন দিল্লিতে থাকেন তখন শাহীনবাগের সমাবেশে বক্তব্য রাখেন আবার যখন বাংলায় থাকেন তখন পার্কসার্কাসে বক্তব্য রাখেন। কে তাদের কথা শোনে? কিছু অশিক্ষিত, বোরখা পরা মহিলা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছেন। তারাই তাদের একমাত্র শ্রোতা।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : অযোধ্যার রামমন্দির নিয়ে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর

এরপরই দিলীপ ঘোষ বলেন, ‘আমি এটা ভেবে অবাক হচ্ছি আন্দোলনের এত টাকা কোথা দিয়ে আসছে? আগামী দিনে আসল সত্যটি জানা যাবে।’ এর আগে বিজেপি রাজ্য সভাপতি সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদকারীদের মারা এবং গুলি করার হুমকি দিয়েছিলেন। গত ১৫ ই ডিসেম্বর থেকে দিল্লির শাহীনবাগে সিএএ-এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করছেন কয়েক শতাধিক মহিলা। জানুয়ারি মাসের শুরু থেকে একইভাবে কলকাতার পার্কসার্কাসেও একইরকম ভাবে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে, যা এখনও অব্যাহত আছে।

About Author