Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দীপাবলিতে কর্মচারীদের বিশেষ উপহার ঘোষণা, বাড়ল অনেকটাই

দুর্গাপুজোর পুজোর পর কালীপুজো এবং দীপাবলী প্রায় বাঙালির দোরগোড়ায়। হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তারই মাঝে সরকারি কর্মচারীদের জন্য রইলো আরো একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার কর্মীদের…

Avatar

দুর্গাপুজোর পুজোর পর কালীপুজো এবং দীপাবলী প্রায় বাঙালির দোরগোড়ায়। হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তারই মাঝে সরকারি কর্মচারীদের জন্য রইলো আরো একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার কর্মীদের উপর থেকে উপহার গ্রহণের জন্য অর্থের পরিমাণ বৃদ্ধি করেন। আজ বুধবার সরকারি ভাবে ঘোষণা করে বলা হয় যে, এই সীমা আগের থেকে প্রায় তিন ভাগ শিথিল করা হয়।

আগে গ্রুপ ‘এ’ এবং ‘বি’ বিভাগের অন্তর্ভুক্ত কর্মকর্তারা সরকারের অনুমোদন ব্যতীত ১৫০০ টাকার বেশি কোনো উপহার গ্রহণ করতে পারতো না। তবে নতুন মান বৃদ্ধির ফলে ৫০০০ টাকা অবধি উপহার নিতে পারবেন তারা। তাছাড়া গ্রুপ সি এর কর্মকর্তারা এবারে সরকারের অনুমোদন ছাড়াই ৫০০ এর বদলে ২০০০ টাকা পর্যন্ত উপহার গ্রহণ করতে পারবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, তিনটি ভারতীয় পরিষেবা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, পুলিশ সার্ভিস এবং ফরেস্ট সার্ভিস এগুলির সাথে সমতা বজায় রাখার জন্য এই সীমাবদ্ধতা সংশোধিত হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উপহারের মধ্যে নিখরচায় পরিবহণ, বোর্ডিং, থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকে যখন উপহারটি কোনো সরকারি কর্মচারীর সাথে লেনদেন না করে এবং কোনো নিকট আত্মীয় বা বন্ধু ব্যতীত অন্য কোনো ব্যাক্তি সরবরাহ করে। এছাড়া নিয়মিত খাবার, লিফট এবং সামাজিক আতিথেয়তা বিদ্যমান নিয়ম অনুযায়ী উপহার হিসেবে বিবেচনা করা হবে না। বিদেশী গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে উপহার গ্রহণ এবং ধরে রাখার জন্য সরকারি কর্মচারীদের ১০০০ টাকার সীমাও বাতিল করে সরকার।

About Author