কৌশিক পোল্ল্যে: টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের কাছের আজকের দিনটা শুধুই প্রেমদিবস নয় বরং তার চেয়েও অনেক বেশি স্পেশাল, কারন আজ তার দীর্ঘদিনের প্রেমিক, অভিনেতা অঙ্কুশ হাজরার ৩১ তম জন্মদিন; আর দিনটিকে সুন্দর করে সাজিয়ে তুললেন ঐন্দ্রিলা, সোশাল মিডিয়ায় করলেন অসাধারন সব পোস্ট অঙ্কুশকে নিয়ে। অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রেমকাহিনী কারোর অজানা নয়, নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার সামনে কখনোই রাখঢাক করেননি এই যুগল।
এদিন সকালে ভ্যালেনটাইন্স ডে উপলক্ষ্যে একটি পোস্ট করেন ঐন্দ্রিলা যার ক্যাপশনে লেখা, “ শুভ জন্মদিন আমার ভ্যালেনটাইন, আমি তোমাকে খুব ভালোবাসি, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আশা করি তোমার জন্য বছরটি অসাধারন কাটবে।” ছবিতে অঙ্কুশ ঐন্দ্রিলা ছাড়াও ছিলেন তাদের প্রিয় পোষ্য। ছবিতে কমেন্ট করে অঙ্কুশ লেখেন, “আমার দুই হৃদয়ের টুকরো রয়েছে ছবিতে আমার পাশে”। কমেন্টটিতে লাভ রিয়্যাক্ট করেন ঐন্দ্রিলা। এরপর আরও একটি পোস্ট করেন তিনি যেখানে দেখা যাচ্ছে উভয়েই এক সমুদ্রতীরে ক্যামেরার দিকে পিছন করে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। এই ছবির ক্যাপশনে লেখা, “ইটস অল অ্যাবাউট ভ্যালেনটাইন্স ডে”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রেমের জোয়ারে ভেসে ভ্যালেনটাইন্স ডের স্পেশাল ছবি পোস্ট করলেন ঝুমা বৌদি
ঐন্দ্রিলার এই সারপ্রাইজে মুগ্ধ অঙ্কুশ। কমেন্টে সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই জুটিকে খুব শীঘ্রই একটি ছবিতে কাস্ট করার পরিকল্পনা চলছে। তবে যুগলের ছবি দেখে একথা স্পষ্ট, উভয়ের মধ্যে প্রেমের বন্ধন অটুট ও অতুলনীয়। এই জুটির পোস্ট করা ছবিটির একঝলক নীচে রইল আপনার জন্য।
View this post on Instagram