Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অঙ্কিতা কি তবে সুশান্তকে এতো তাড়াতাড়ি ভুলে গেলেন! নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী

লাল ব্লাউজ, জলের মতো ফিনফিনে শাড়িতে নাচে মজলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। সোশ্যাল মিডিয়া এক্টিভ থাকার দরুন মাঝে মধ্যেই নিজের নানান ছবি, ভিডিও শেয়ার করছেন অঙ্কিতা। কিন্তু এবারে নেটিজেনদের রোষের…

Avatar

লাল ব্লাউজ, জলের মতো ফিনফিনে শাড়িতে নাচে মজলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। সোশ্যাল মিডিয়া এক্টিভ থাকার দরুন মাঝে মধ্যেই নিজের নানান ছবি, ভিডিও শেয়ার করছেন অঙ্কিতা। কিন্তু এবারে নেটিজেনদের রোষের মুখে পরলেন অভিনেত্রী। তাঁর এমন নাচে খুশি নন সুশান্তের অনুরাগীরা। চলুন আগে ভাইরাল হওয়া নাচটি দেখে নিই।

View this post on Instagram

Saree Dance and good music ? What a combination ?

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অঙ্কিতার এমন শরীরি হিল্লোল দেখে নেটিজেনরা বলেই বসলেন যে ম্যাডাম আপনি সুশান্তের কেসের উপর ধ্যান দিন। কেউ বললেন, সুশান্তের মৃত্যুর পর হঠাৎ করে তিনি লাইমলাইটে চলে আসেন। কেই কেই বলেছেন অঙ্কিতাকে আর পাঁচজনের থেকে আলাদা ভেবেছিলেন , আসলে মোটেই নয়৷ সকলের কাছে সকলের নিজের আনন্দটাই আলাদা৷ অবশ্য, অঙ্কিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। এই নাচের ভিডিওর বিরুদ্ধে যারা নেগেটিভ কথা বলেছেন তাঁদের যোগ্য জবাব অঙ্কিতা অবশ্য দিয়েছেন পরবর্তী পোস্টের মাধ্যমে।

অঙ্কিতা নেটিজেনদের বুঝিয়ে দিয়েছেন যে শেষে, লোকেরা যেভাবেই হোক আপনার বিচার করবে, কিন্তু তাঁর জন্য নিজের আনন্দ মাটি করার কোন মানে হয় না।

About Author