Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বরের কোলে বসেই ছবি তুললেন অঙ্কিতা, বোল্ড লুকেই জাহির করলেন ভালোবাসা

গতবছর থেকেই তারকা জগতের একাধিক তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন অঙ্কিতা লোখাণ্ডে ও ভিকি জৈন। সম্পর্কে জড়ানোর পর থেকেই নিজেদের রসায়নের খাতিরে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতেন…

Avatar

গতবছর থেকেই তারকা জগতের একাধিক তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন অঙ্কিতা লোখাণ্ডে ও ভিকি জৈন। সম্পর্কে জড়ানোর পর থেকেই নিজেদের রসায়নের খাতিরে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতেন তারা। বিয়ের পরেও তার অন্যথা ঘটেনি। আরো বেশি করে চর্চায় থাকতে দেখা যেত তাদের। সকলকে জানিয়ে ধুমধাম করেই মিডিয়ার উপস্থিতিতে একে অপরের সাথে আংটি বদল করেছিলেন তারা। সম্প্রতি আবারও এই তারকা জুটি মিডিয়ার চর্চার আলোয় উঠে এসেছে নিজেদের মাঝের রসায়নের জন্য।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া তারকাদের সাথে নেটিজেনদের মেলবন্ধনের অন্যতম মাধ্যম। বলাই বাহুল্য, নেটদুনিয়ায় এই দুইজনই ভীষণভাবে অ্যাক্টিভ। অভিনেত্রীর স্বামী ভিকি জৈন পেশায় একজন ব্যবসায়ী। একে অপরের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকেই তাদের একটা আলাদা ভক্তমহল গড়ে উঠেছে। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একে অপরের প্রতি ভালোবাসা জাহির করতে দেখা গিয়েছে তাদের। রইল ছবি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে অফ-শোল্ডার, ব্যাকলেস, ডিপনেক, সাইড স্লিটেড, চকচকে সি-গ্রীন পোশাকে দেখা গিয়েছে। অন্যদিকে ভিকি জৈনকে সাদা শার্ট, কালো ব্লেজার-প্যান্ট ও বো’তে দেখা গিয়েছে। কখনো ভিকির কোলে বসে, আবার কখনো এক অপরকে জড়িয়ে ধরে তুলেছেন ছবি। তাদের চোখেমুখে এক অপরের প্রতি ভালোবাসা ছিল স্পষ্ট। সম্প্রতি দুজনে একসাথে বেস্ট জোড়ি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। সেই সুখবর জানানোর পাশাপাশি নিজেদের এই বোল্ড ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের ভক্তমহলের সাথে শেয়ার করে নিয়েছেন তারা। পাশাপাশি তারা এটাও জানিয়েছেন, তারা খুশি হয়েছেন অ্যাওয়ার্ড পেয়ে। তবে বেশি খুশি হয়েছেন একসাথে এই অ্যাওয়ার্ডটি জিততে পেরে। আপাতত, এই খবরে খুশি তাদের ভক্তরাও। কমেন্টবক্সও ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়, যা দেখে খুশি এই তারকা জুটিও।

About Author