তবে কি বিয়েটা করেই নিচ্ছেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা? বলিউডে হোক বা রঙিন দুনিয়ায় একের পর এক সুখবর লেগেই রয়েছে। অনেকেই গাঁটছড়া বাঁধছেন। কেউ কেউ প্রেগন্যান্সির মত সুখবরও দিচ্ছেন, তাহলে অঙ্কিতাও কি সেই দলে নাম লেখালেন?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি অঙ্কিতা তার ইন্সটাগ্রামে নিজের একাধিক ছবি শেয়ার করেছেন। সাদা গাউন পরে হাজির হয়েছেন অভিনেত্রী। সুশান্তের সঙ্গে দীর্ঘ বছরের সম্পর্ক ছিল অঙ্কিতার। তারপর বিচ্ছেদ। এই বিচ্ছেদের পর নিজেকে সামলে নিয়ে বিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা। শোনা যায়, শিগগিরই বিয়ে করবেন তাঁরা।
View this post on Instagram
Beauty is not in the face , Beauty is a light In the heart .❤️ #shooting #jwellery
তাহলে এই ছবি কি সেই বিয়েরই ইঙ্গিত? অবশ্য কিছুদিন আগেই রিয়া চক্রবর্তী অঙ্কিতার উদ্দেশ্যে বলেন যে অঙ্কিতা কেন সুশান্তের ”বিধবার” মতো ব্যবহার করছেন। যাইহোক গল্প যেদিকেই যাক, একথা স্পষ্ট যে অঙ্কিতা সাদা গাউনে যেইমাত্র ছবি পোস্ট করেন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে, তা হু হু করে ভাইরাল হয়। শেষে জানা যায় যে বিয়ে করছেন না অভিনেত্রী। এটি একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপনের শ্যুটিং ছিল। ভাবুন তবে!