Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Anjana Singh Video: অঞ্জনা সিংয়ের হট স্টাইল, ভিডিও দেখে নিয়ন্ত্রণহীন হয়ে গেলেন ভক্তরা

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে…

Avatar

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং।

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং যে ব্যাপক সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে দেখা যেন ভিজুয়াল ট্রিট। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আসলে এই ভিডিওটি হল ভোজপুরি তারকা অক্ষরা সিংয়ের বেডরুম ভিডিও। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনই একটি ভিডিও নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চা চলছে। অবশ্য আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি ভোজপুরি মিউজিক ভিডিও। এতে অক্ষরা সিং এক পুরুষের সাথে অন্তরঙ্গ রোমান্সে লিপ্ত হয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভোজপুরি মিউজিক ভিডিওতে অক্ষরা সিংহের সাথে কাজ করেছেন ভোজপুরি লেজেন্ড বিরাজ ভাট। এই মিউজিক ভিডিওটি ব্যাপক পছন্দ হয়েছে নেট নাগরিকদের। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘তু হি তো মেরি জান হ্যায় রাধা’ সিনেমার গান এটি। গানটির নাম, ‘ছুয়াটা পানি থোপে রে‘। গানটির সিকোয়েন্স বেডরুম রোম্যান্সের। যেখানে অঞ্জনা সিং গোলাপী শাড়ি পরে ঘরে আসেন। এরপর বিরাজ ভাটের সামনে শাড়ির আঁচল নামিয়ে ব্যাপক মজা করেন। গানটি গেয়েছেন ইন্দু সোনালী। এই গানের কথা লিখেছেন কবি প্যারে লাল যাদব, সুর করেছেন রাজেশ রজনীশ। ‘ইশতার আঞ্চলিক’ চ্যানেলে প্রায় ১০ বছর আগে এই ভিডিওটি শেয়ার করা হয়। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author