Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দ্বিতীয় বিয়ে করবেন অঞ্জনা সিং? যশ কুমারের সঙ্গে বিচ্ছেদের পর নীরবতা ভাঙলেন অভিনেত্রী

অঞ্জনা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। অভিনেত্রীর বিয়ে থেকে বিচ্ছেদ সবটাই চর্চিত মিডিয়ার পাতায়।…

Avatar

অঞ্জনা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। অভিনেত্রীর বিয়ে থেকে বিচ্ছেদ সবটাই চর্চিত মিডিয়ার পাতায়। সম্প্রতি আবারো মিডিয়ার সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত হচ্ছেন তিনি। প্রশ্ন উঠেছে তার বিয়ে নিয়েও। খুব সম্প্রতি সেই নিয়েই প্রকাশ্যে নীরবতা ভেঙেছেন অভিনেত্রী। আর সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে।

২০১৮ সালে ভোজপুরি অভিনেতা যশ কুমারের সাথে বিচ্ছেদের পর থেকেই নিজের মেয়েকে নিয়ে আলাদা থাকেন অভিনেত্রী। বিচ্ছেদের পর থেকে তার আর কোন সম্পর্কের কথা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে অভিনেত্রীর সাথে বিচ্ছেদের পরেই তার প্রাক্তন স্বামী যশ কুমার নিজের বান্ধবী নিধি ঝাঁয়ের সাথে নিজের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন। তিনিও ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। কিন্তু সেইসময় কোভিড পরিস্থিতির কারণে বিবাহবন্ধনে আবদ্ধ হতে না পারলেও, ২০২২’এই সেই পর্ব সেরে ফেলেছেন তারা। অবশ্য সেকথা এখন অজানা নয় কারোরই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি অভিনেত্রীকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জবাবে নীরবতা ভেঙেছেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি নিজের কাজ ও মেয়েকে নিয়েই ভালো রয়েছেন। ভবিষ্যতের কথা এখনই কিছু ভাবছেন না তিনি। বলাই বাহুল্য, নিজের এই বক্তব্যের মাধ্যমে এখনই অন্য কোনো সম্পর্কে জড়ানো কিংবা বিয়ের প্রসঙ্গকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, একাধিক তথ্য অনুযায়ী অঞ্জনা সিং ও যশ কুমারের বিচ্ছেদের জন্য নিধি ঝাঁকেই দায়ী করা হয়। এর আগে পর্যন্ত অঞ্জনা সিং ও যশ কুমার ছিলেন পর্দার অন্যতম সেরা জুটি। তাদের পর্দায় একসাথে দেখতে পছন্দ করতেন দর্শকরাও। তবে বিবাহ বিচ্ছেদের পর সেভাবে আর পর্দায় একসাথে দেখা যায়নি তাদের।

About Author