Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Song: ফুলশয্যার ঘরে তোয়ালে পরে নিরাহুয়াকে জড়িয়ে ধরলেন অঞ্জনা সিং, নিয়ন্ত্রণ হারালেন অভিনেতা

ভোজপুরি দুনিয়ায় তারকাদের মধ্যে সবথেকে জনপ্রিয়দের মধ্যে অন্যতম হলেন অঞ্জনা সিং এবং দিনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া। ভোজপুরি সিনেমায় ধারাবাহিকভাবে সুপারির ছবি উপহার দিয়েছেন তারা। আজকের সময়ে তাদের দুজনের কোন…

Avatar

ভোজপুরি দুনিয়ায় তারকাদের মধ্যে সবথেকে জনপ্রিয়দের মধ্যে অন্যতম হলেন অঞ্জনা সিং এবং দিনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া। ভোজপুরি সিনেমায় ধারাবাহিকভাবে সুপারির ছবি উপহার দিয়েছেন তারা। আজকের সময়ে তাদের দুজনের কোন নতুন করে পরিচয় এর প্রয়োজন নেই। নিরাহুয়ার সব থেকে জনপ্রিয় যদি আম্রপালীর সাথে। তবে অন্যান্য অভিনেত্রীদের সঙ্গেও তিনি প্রচুর ছবিতে অভিনয় করেছেন। এরকমই একজন অভিনেত্রী হলেন অঞ্জনা সিং। সম্প্রতি তাদের জুটির একটি পুরনো গান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আবারো ভাইরাল হয়ে উঠেছে। ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী অঞ্জনা সিং এই গানের ভিডিওতে তোয়ালে পরে হাজির হয়েছেন। স্ক্রিনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি দারুন ভাবে জনপ্রিয় হয়েছে।

নিরহুয়া এবং অঞ্জনা সিংয়ের এই গান ভাইরাল

অঞ্জনা সিং দীর্ঘদিন ধরে রূপালি পর্দায় তার দুরন্ত অভিনয়ের জন্য পরিচিত। ২০১৪ সালে, সুপারস্টার দীনেশ লাল যাদব নিরহুয়ার সাথে তার সফল জুটির কারণে অঞ্জনা সিংয়ের ছবি ‘হতকড়ি’ ব্লকবাস্টার হয়ে ওঠে। দর্শকরা দারুণ উপভোগ করেছেন এই ছবিটি। মানুষ এখনও এই ছবির সব থেকে জনপ্রিয় ভোজপুরি গান ‘রাতিয়া জিয়ান করব কা এ রাজা’ শুনতে পছন্দ করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাতিয়া জিয়ান করব কা এ রাজা’ গান

কল্পনা এবং দীনেশ লাল যাদব নিরহুয়া যৌথভাবে রবি সিনহা পরিচালিত ছবি ‘হাতকড়ি’-এর ‘রাতিয়া জিয়ান করব কা এ রাজা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। ‘ওয়েব মিউজিক ভোজপুরি’ এই গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করেছিল ৯ বছর আগে। এখনো পর্যন্ত এই গানটি ৫.৭ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। গানটির সিকোয়েন্স আবর্তিত হয় সুহাগরাতকে ঘিরে। গানের ভিডিওতে, অঞ্জনা সিং তার প্রলোভনসঙ্কুল অভিনয় দিয়ে নিরহুয়াকে মোহিত করে। গানটির ভিডিওতে অঞ্জনা সিংয়ের সাহসী স্টাইল দেখানো হয়েছে। গানটির ভিডিওতে দেখা যাচ্ছে অঞ্জনা সিং তোয়ালে পরে রোমান্স করছেন। ভিডিওতে দেখা যায় যে, নিরহুয়া ঘরে আসে এবং অঞ্জনা সিংকে কনের সাজে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেখান থেকে পালাতে শুরু করে। এর পরে, অঞ্জনা তাকে অনুসরণ করে অনুনয়-বিনয় শুরু করে। তাদের দুজনের খুনসুটিপূর্ণ এই ভিডিও যদি এখনো না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।

About Author