Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রচণ্ড শীতে অঞ্জনা সিংকে নিরহুয়ার সামনে তোয়ালে খুলতে দেখে হৈচৈ পড়ে গেল, দেখুন রোমান্স

বর্তমানে অঞ্জনা সিং (Anjana Singh) হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। কয়েকটি ভোজপুরি ফিল্মও প্রযোজনা করেছেন তিনি। আম্রপালি দুবে (Amrapali Dubey), কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)-দের পাশাপাশি অনায়াসেই স্থান করে নিয়েছেন অঞ্জনা। তিনি…

Avatar

বর্তমানে অঞ্জনা সিং (Anjana Singh) হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। কয়েকটি ভোজপুরি ফিল্মও প্রযোজনা করেছেন তিনি। আম্রপালি দুবে (Amrapali Dubey), কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)-দের পাশাপাশি অনায়াসেই স্থান করে নিয়েছেন অঞ্জনা। তিনি একাধিক হিট ভোজপুরি ফিল্ম উপহার দিয়েছেন দর্শকদের। অঞ্জনার সাথে নিরাহুয়া (Dinesh Lal Yadav Nirahua) ওরফে দীনেশ লাল যাদবের জুটি যথেষ্ট জনপ্রিয়। এই জুটির হিট ফিল্ম ‘হাথকড়ি’-র গান ‘জিয়া করওয়া এ রাজা’ এখনও ভোজপুরি বলয়ে যথেষ্ট জনপ্রিয়। গানটি গেয়েছেন নিরাহুয়া, ইন্দু সোনালি (Indu Sonali), খেসারিলাল যাদব (Kheshari lal Yadav), কল্পনা (Kalpana)।

গানের শুরুতে দেখা যায়, বাড়িতে প্রবেশ করেন নিরাহুয়া। সারা বাড়ি সাজানো ফুল দিয়ে। সিঁড়ি দিয়ে নাচের ভঙ্গিতে নামতে থাকেন অঞ্জনা। তাঁর পরনের গোলাপি শাড়ির আঁচল খসে পড়েছে বুক থেকে। অঞ্জনা প্রগলভ হয়ে ওঠেন। যৌন আবেদনপূর্ণ নাচ নাচতে থাকেন অঞ্জনা। একসময় নিরাহুয়ার কাছে এগিয়ে আসেন তিনি। নিরাহুয়ার কাছে এসে শাড়ির সম্পূর্ণ আঁচল মাটিতে ফেলে তাঁর সাথে ঘনিষ্ঠ হতে চান অঞ্জনা। তিনি নিরাহুয়ার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়ে মিলিত হতে চান। কিন্তু রাজি হন না নায়ক। নিরাহুয়ার কোমরে আঁচল বেঁধে তাঁকে কাছে টেনে আনতে চান অঞ্জনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাগ করে নিরাহুয়া বলেন, আবারও অঞ্জনার নাটক চালু হয়ে গিয়েছে। কিন্তু অঞ্জনা নিরাহুয়ার কথাকে পাত্তা দেন না। তিনি প্রগলভ ভঙ্গিতে নাচতে থাকেন। অঞ্জনাকে সরে যেতে বলেন নিরাহুয়া। কিন্তু অঞ্জনা ধাক্কা মেরে সোফার উপর ফেলে দেন নিরাহুয়াকে। নিজের পা উঠিয়ে দেন সোফার উপর। নিরাহুয়ার কলার ধরে নিজের কাছে টেনে আনেন তিনি। অঞ্জনাকে এড়িয়ে নিরাহুয়া বেডরুমে পৌঁছালেও নিস্তার পান না। সেখানে রাতপোশাকে অঞ্জনা নাচতে থাকেন বিছানার উপর। একসময় নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে নিরাহুয়ার কাছে ধরা দেন অঞ্জনা। এখনও অবধি এই গানের ভিডিওর ভিউ অতিক্রম করেছে প্রায় সাড়ে ছাপ্পান্ন লক্ষ। নেটিজেনদের একাংশ এই ভিডিওটির প্রশংসা করেছেন।

About Author