Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জলপ্রপাতের নিচে সিক্ত অবস্থায় একে অপরকে চুমুতে ভরিয়ে দিলেন অঞ্জনা সিং ও নিরাহুয়া, ভিডিও ভাইরাল

বর্তমান যুগে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির…

Avatar

বর্তমান যুগে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

কিছুদিন আগেই ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব এবং অভিনেত্রী অঞ্জনা সিং একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। আর এই মিউজিক ভিডিও বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। এই হিট অভিনেত্রীর বোল্ড মুভ পছন্দ হয়েছে সকলের। রীতিমত ইন্টারনেট দুনিয়াতে হইচই পড়ে গিয়েছে এই মিউজিক ভিডিও নিয়ে। এই ভোজপুরি ভিডিওটি এর নাম হল, ‘পিয়া তুঝে মান লিয়া রে’। এতে অঞ্জনার সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি জনপ্রিয় তারকা দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অঞ্জনা ও নিরাহুয়ার এই ভাইরাল ভিডিওতে দেখা গেছে তাঁরা প্রচণ্ড রোম্যান্স করছেন। জলপ্রপাতের নীচে জলে ভিজতে ভিজতে তাঁদের রোমান্টিক নাচ করতে দেখা যায়। এই গানে হাফপ্যান্টের সঙ্গে নীল রঙের লেহেঙ্গা পরেছেন অঞ্জনা। যেখানে নিরহুয়াকে শার্ট ও প্যান্ট পরা অবস্থায় দেখা যায়। তাঁদের রোমান্টিক হট কেমিস্ট্রি সত্যিই অবাক করবে আপনাকে। এই মিউজিক ভিডিওটি ‘সাইয়ান জি দাগাবাজ’ ছবির। ইউটিউবে ‘জি মিউজিক ভোজপুরি‘ নামের ইউটিউব চ্যানেলে এই গানটি আপলোড করা হয়েছে। ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author