কিছুদিন আগেও পুষ্পার হিট গান ‘ও আন্তাভা’র তালেই রিল বানাতে দেখা গিয়েছে অঞ্জলিকে। ওই রিল ভিডিওটি মিলিয়নের উপর দর্শক দেখেছেন। এমনকি অনেকে এও বলেছেন যে সমান্থার থেকেও ভালো নেচেছেন অঞ্জলি। উল্লেখ্য, অঞ্জলি সোশ্যাল মিডিয়া স্টার হলেও একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো ‘লক আপ সিজন ১’ -এ তাকে দেখা যায়, যেখানে কঙ্গনা রানাওয়াত ছিলেন সেই শোয়ের হোস্ট। এছাড়া, পরবর্তীতে একটি অশ্লীল mms কাণ্ডে ফেঁসে যান। সংবাদের শিরোনামে উঠে আসে অঞ্জলি। এখন সেসব অতীত, এখনও বহু ফ্যান ফলোয়িং তার। এই দর্শকদের ভালোবাসা নিয়েই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও পোস্ট করেন অঞ্জলি।
Anjali bathroom MMS : লজ্জা ভুলে বাথরুমে করলেন আজব কান্ড, নিজের আইফোন দিয়ে করলেন শ্যুট
সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে সকলেই চায়। ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়ায় কেউ ভিডিও করছে, কেউ নাচ গান কমেডি করছে। কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য বোল্ড ফটোশ্যুট পর্যন্ত করছেন। কিছুদিন আগে…

আরও পড়ুন