Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Anjali Arora: দরগায় চাদর চড়াতে গিয়েই কটাক্ষের শিকার অঞ্জলি আরোরা, কি বললেন নেটজনতা!

বর্তমানে অঞ্জলি আরোরা আজকের প্রজন্মের কাছে অন্যতম পরিচিত মুখ। 'কাঁচা বাদাম' খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য, এই গানের সাথে রিল বানিয়েই এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত…

Avatar

বর্তমানে অঞ্জলি আরোরা আজকের প্রজন্মের কাছে অন্যতম পরিচিত মুখ। ‘কাঁচা বাদাম’ খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য, এই গানের সাথে রিল বানিয়েই এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’এও দেখা মিলেছিল তার। সেই শোয়ের পরেই তার একটি এমএমএস ভিডিও ভাইরাল হয়। অবশ্য সেই নিয়ে মিডিয়াতে কম চর্চা হয়নি। একাংশের মাঝে একাধিক খুব কু-মন্তব্যও শুনতে হয়েছিল তাকে। তবে সেইসময় এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, এই গোটা এমএমএসের ব্যাপারটি ষড়যন্ত্র করে করা হয়েছে। এডিট করেই ভিডিওতে তার মুখ বসানো হয়েছিল বলেই জানিয়েছিলেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন অঞ্জলি আরোরা। নিজের শেয়ার করে নেওয়া একাধিক রিল ভিডিও কিংবা ছবির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত হন অভিনেত্রী। কখনো প্রশংসায় ভরিয়ে দেন নেটজনতা, আবার কখনো একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি ঝলকের সূত্র ধরে একাধিক নেটজনতার কাছে একাধিক কু-মন্তব্য শুনতে হয়েছে অঞ্জলিকে। আপাতত, সেই ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে দরগায় চাদড় চড়াতে দেখা গিয়েছে। এদিন সালোয়ার স্যুটেই দেখা মিলেছিল তার। তবে এই বেশে তাকে দেখ কটাক্ষের সুরে একাধিক কথা শুনিয়েছেন নেটনাগরিকরা। কেউ লিখেছেন, এই ভিডিওটি দেখে এমএমএসের ভিডিওটির কথা মনে পড়ে যাচ্ছে তার। আবার কেউ লিখেছেন, এই পোশাকে তাকে চেনাই যাচ্ছে না। আবার কারোর মতে, এমএমএস ভিডিও ভাইরাল হওয়ার পরেও তিনি জনসমক্ষে কিভাবে ঘুরে বেড়াচ্ছেন! এমন ধরনের একাধিক মন্তব্যই দেখা গিয়েছে কমেন্টবক্সে। এই ধরনের বিষয়ে একেবারেই কর্ণপাত করতে নারাজ অভিনেত্রী। এক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর কাছ থেকে।

About Author