সম্প্রতি নিজের শেয়ার করে নেওয়া আরো একটি রিল ভিডিওর সূত্র ধরেই আবারো নেটজনতার একাংশের মাঝে চর্চার আলোয় উঠে এসেছেন অঞ্জলি। এই ঝলকে ‘ডিডিএলজে’র হিট গান ‘হো গায়া হে তুঝকো তো পেয়ার সাজনা’র তালেই রিল বানাতে দেখা গিয়েছিল তাকে। এদিন ছোট পোশাকেই নিজের কার্ভি ফিগার দেখিয়েছিলেন অভিনেত্রী। এদিন অভিনেত্রী নিউড রঙের ফুলস্লিভ ক্রপটপ ও কালো শর্টসে ছিলেন। এই বেশে নিউড মেকাপে খোলা চুলে সেজেছিলেন তিনি। পাশাপাশি নিউড লিপস্টিকে নিজের ঘরেই বানিয়েছিলেন এই রিল ভিডিও। ঝলকে তার কোমরের প্রতিটি ভাঁজ ছিল স্পষ্ট, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি অধিকাংশের। আপাতত, নিজের এই ঝলকের সূত্র ধরেই পুনরায় চর্চার আলোয় অঞ্জলি আরোরা।View this post on Instagram
Anjali Arora: ছোট পোশাকে জমিয়ে নাচ অঞ্জলির, ফ্লন্ট করলেন নিজের কার্ভি ফিগার
বর্তমানে অঞ্জলি আরোরা আজকের প্রজন্মের কাছে অন্যতম পরিচিত মুখ। 'কাঁচা বাদাম' খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য, এই গানের সাথে রিল বানিয়েই এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত…

আরও পড়ুন