Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩৯-এ প্রথমবার মা হচ্ছেন, অনিতা বেবি বাম্পের ছবি তুমুল ভাইরাল

চলতি বছরে করোনা মহামারী সকলের জীবন অতিষ্ঠ করে তুললেও অনেক সেলিব্রিটিরা এরই মধ্যে নিজেদের জীবনের পরম খুশির স্বাদ ভোগ করছে। এই স্বাদ হল মা হওয়ার স্বাদ। বাংলায় যেমন কোয়েল মল্লিক…

Avatar

চলতি বছরে করোনা মহামারী সকলের জীবন অতিষ্ঠ করে তুললেও অনেক সেলিব্রিটিরা এরই মধ্যে নিজেদের জীবনের পরম খুশির স্বাদ ভোগ করছে। এই স্বাদ হল মা হওয়ার স্বাদ। বাংলায় যেমন কোয়েল মল্লিক থেকে শুভশ্রী, বলিউডে তেমন আনুস্কা শর্মা থেকে আমৃতা রাও সকলেই এই মহামারীর বছরই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন। বিরাট পত্নী ছাড়া ইতিমধ্যে বাকিরা সকলেই সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন। নতুন বছরের প্রথম মাসে বিরাট অনুস্কার সংসারেও আসতে চলেছে নতুন সদস্য। এছাড়াও আরও এক সেলিব্রেটির ঘরে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। সেই খবর ইতিমধ্যে প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। কথা হচ্ছে স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে হে মহাব্বতে’-র শগুনকে নিয়ে। মানে অভিনেত্রী অনিতা হাসানন্দানি। খুব শীঘ্রই তিনি মা হতে চলেছেন। তাই সম্প্রতি বর রোহিত রেড্ডির সঙ্গে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন অনিতা।বেবি বাম্পের ছবি পোস্ট করে অনিতা ক্যাপশানে লিখেছেন, ‘পতি পত্নী অউর ও।’ যে ছবিতে খোশ মেজাজে দেখা যাচ্ছে অনিতা ও রোহিতকে।  আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মা হওয়ার জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন অনিতাকে।৩৯-এ প্রথমবার মা হচ্ছেন, অনিতা বেবি বাম্পের ছবি তুমুল ভাইরালপ্রসঙ্গত, ২০১৩ সালে রোহিত রেড্ডির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনিতা। বিয়ের ৮ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী অনিতা হাসানন্দানি। মাতৃকালে অনিতার বয়স হতে চলেছে ৩৯। আর এ কথা নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী। এর জন্য অনেক সমালোচনার শিকার হয়েছেন। অনেকেই তার বেশি বয়সে মা হওয়া নিয়ে কটাক্ষ করেছেন। আর এবার এই বেবি বাম্পের ছবি শেয়ার করার পাশাপাশি নিজের বেশি বয়সে মা হওয়া নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।তিনি বলেছেন, ‘এই বয়সেও যখন আমি স্বাভাবিকভাবে মা হচ্ছি, তখন মনে হচ্ছে বয়সটা কোনও বাধাই নয়। তবে বেশি বয়সে মা হওয়ার ক্ষেত্রে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা ভীষণ দরকার। তাহলেই আর কোনও কিছুকেই বাধা বলে মনে হবে না।’ এভাবেই বেশি বয়সে মা হওয়া নিয়ে সমালোচনার মোক্ষম জবাব দিয়েছেন শগুন।৩৯-এ প্রথমবার মা হচ্ছেন, অনিতা বেবি বাম্পের ছবি তুমুল ভাইরাল 
About Author