আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। আবার কখনও ভাইরাল হয় বন্য পশুর অবাক করা কার্যকলাপ। বেশিরভাগ মানুষ চোখের পলক ফেলতে পারেন না সিংহ, চিতা, প্যান্থার, কুমিরের মতো প্রাণীদের ভিডিও দেখার সময়।এই চিতাবাঘ অত্যন্ত ভয়ংকর একটি প্রাণী। তবে সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে একটি চিতাবাঘ ও জিরাফের লড়াই। নিশ্চয় ভাবছেন ওই চিতাবাঘ পরাজিত করেছে জিরাফকে। কিন্তু আসলে ঘটে পুরো উল্টো। আপনি নিশ্চয় অবাক হয়ে ভাবছেন এও হয় নাকি। ভিডিও দেখে আপনিও অবাক হয়ে যাবেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি চিতাবাঘ দ্রুতগতির সাথে একটি জিরাফের দিকে এগিয়ে আসছে। পরবর্তী দেখা যায় ওই জিরাফটি সজোরে লাথি মারে চিতাবাঘটিকে। এরপর ওই চিতাবাঘ পালিয়ে যায়। এমন ভিডিও দেখে অবাক হয়েছেন গোটা নেটজনতা। এই ভিডিওটি যদি দেখতে চান তাহলে এখানেই দেখে নিন।