Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘জুদাই’ ছবিতে শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চাননি অনিল কাপুর, কারণ জানালেন অভিনেতা

বলিউড এভারগ্রীন অভিনেতা অনিল কাপুরকে চেনেন না, এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। মিস্টার ইন্ডিয়া নামক এই অভিনেতা ৬৫ বছর বয়সে এসেও যেন বার্ধক্যের ছাপকে ভ্যানিশ করে দিয়েছেন। তাঁকে দেখলে সত্যিই…

Avatar

বলিউড এভারগ্রীন অভিনেতা অনিল কাপুরকে চেনেন না, এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। মিস্টার ইন্ডিয়া নামক এই অভিনেতা ৬৫ বছর বয়সে এসেও যেন বার্ধক্যের ছাপকে ভ্যানিশ করে দিয়েছেন। তাঁকে দেখলে সত্যিই বোঝা যাবে না, তার বয়সের গণ্ডি ৬৫ স্পর্শ করেছে। কেউ কেউ তো মনে করেন এখনো অভিনেতার ৪০ বছর বয়স হয়নি। এই এভারগ্রীন অভিনেতা বলিউডের একাধিক হিট ফিল্মে অভিনয় করেছেন। হিন্দি সিনেমার জগতে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য।

একটা সময় শ্রীদেবী এবং অনিল কাপুর জুটি একাধিক বলিউড ফিল্মে স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিনেমা হল ‘জুদাই’। অবশ্য সেই সময় অনিল কাপুরের থেকে বলিউডে বেশি জনপ্রিয়তা ছিল শ্রীদেবীর। তাই জন্য তখনকার সব অভিনেতা শ্রীদেবীর সাথে স্ক্রিন ভাগ করে নেওয়ার জন্য অপেক্ষা করতেন। কিন্তু তখনই ‘জুদাই’ সিনেমার শুটিং এর সময় অনিল কাপুর, শ্রীদেবীর সাথে কাজ করতে রাজি হননি। শুনে অবাক লাগলেও, এটাই সত্যি। কিন্তু কেন?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি এর কারণ জানা গিয়েছে সাক্ষাৎকারে। অনিল কাপুর নিজেই জানিয়েছেন, “শ্রীদেবীর সাথে জুদাই সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছা ছিল না আমার। আসলে আমি ওই সিনেমার চরিত্রের সাথে নিজেকে সংযোগ করতে পারছিলাম না। তাই অনেকবার ওই সিনেমার অফার আমি প্রত্যাখ্যান করি। কিন্তু “রূপ কি রানি চোর কি রাজা”, সিনেমা ফ্লপ হওয়ার জন্য আর্থিক দিক থেকে বেশ টানাপোড়েন চলছিল। পরিবার এবং পরিবারের প্রোডাকশন কোম্পানি বাড়তি চাপ দিচ্ছিল। সেই জন্যই অবশেষে পরিবারের মুখ চেয়ে ওই সিনেমায় কাজ করতে রাজি হই আমি”।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালে রিলিজ করেছিল জুদাই সিনেমাটি। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর, শ্রীদেবী এবং উর্মিলা। চলতি বছরে ওই হিট বলিউড সিনেমার ২৫ বছর পূর্তি হয়েছে। তখনকার দিনে এই সিনেমা বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সিনেমাটি তখনকার সময় শ্রেষ্ঠ বলে আখ্যা পেয়েছিল। অবশ্য তখনকার সময়ে বললে ভুল হবে। এখনও অব্দি বলিউডের হিট ফিল্ম এর তালিকা তৈরি করলে এই সিনেমা অবশ্যই থাকবে।

About Author