Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাশুড়ি ও ননদের সাথে কলহে জড়িয়েছেন ঐশ্বর্য, সন্তানকে নিয়ে আলাদা হতে চলেছেন অভিনেত্রী ঐশ্বর্য? এই হল কারণ

বচ্চন পরিবার সর্বদা মিডিয়ার পাতায় শিরোনামে থাকে। বচ্চন পরিবারের যেকোন খবরই নজর টানে সাধারণ দর্শকদের। আর সেই কারণবশতই মিডিয়ার নজরও বচ্চন পরিবারের উপর থেকে খুব একটা সরে না। কয়েকদিন আগে…

Avatar

বচ্চন পরিবার সর্বদা মিডিয়ার পাতায় শিরোনামে থাকে। বচ্চন পরিবারের যেকোন খবরই নজর টানে সাধারণ দর্শকদের। আর সেই কারণবশতই মিডিয়ার নজরও বচ্চন পরিবারের উপর থেকে খুব একটা সরে না। কয়েকদিন আগে অর্থাৎ ১১-ই অক্টোবর জন্মদিন ছিল সকলের প্রিয় বিগবির। আর সেই জন্মদিনে নিজের তিন নাতি নাতনি ও স্ত্রী জয়ার সাথে অমিতাভ বচ্চনের একটি ছবি তুলেছিলেন। তবে সম্প্রতি ঐশ্বর্য শুধুমাত্র আরাধ্যার সাথে অমিতাভ বচ্চনের ছবিটি ক্রপ করে শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এই ছবি দেখেই একাংশের মনে হয়েছে হয়তো বচ্চন পরিবারের সাথে কলহে জড়িয়েছেন অভিনেত্রী। সেই প্রসঙ্গেই এই নিবন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবি দেখে অনেকে মনে করছেন, খুব সম্ভবত নিজের শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দ বচ্চনের সাথে কলহ বিবাদে জড়িয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। আর সেই কারণবশতই হয়তো বাকিদের ছবি ক্রপ করে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এই প্রসঙ্গে অভিনেত্রীর কাছ থেকে কোন সঠিক বিবৃতি পাওয়া যায়নি। সত্যিই কি তবে ভাঙ্গন ধরতে চলেছে বচ্চন পরিবারে? এই প্রসঙ্গে সঠিক তথ্য না মিললেও আপাতত এই খবর নিয়েই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

তবে একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, অভিষেক বচ্চনের সাথে যদি ঝগড়া হয় তবে কে সবার আগে ক্ষমা চান? আর এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্পষ্ট ভাষায় সকলকে জানিয়েছিলেন, যাই হোক না কেন তিনিই সবার আগে ক্ষমা চেয়ে নেন। কারণ কোন কলহ কিংবা বিবাদ খুব বেশি টানতে নারাজ অভিনেত্রী। তবে সাম্প্রতিক উঠে আসা খবরের সত্যতা ঠিক কতটা! তা বলা কিছুটা হলেও মুশকিল। কারণ এই প্রসঙ্গ নিয়ে বচ্চন পরিবারের কেউই মিডিয়ার সামনে মুখ খোলেননি। সম্প্রতি এই খবর ‘পিআর বলিউড’এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই ভাইরাল হয়েছে একাংশের মাঝে।

About Author