Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চেন্নাই ম্যাচের আগে ফুরফুরে মজাজে রাসেল, দর্শকদের শোনালেন গান, তুমুল ভাইরাল ভিডিও

আবুধাবি: পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখে আগামিকাল, বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। এমনকি নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন 'নাইট ঝড়' আন্দ্রে রাসেল।…

Avatar

আবুধাবি: পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখে আগামিকাল, বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। এমনকি নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ‘নাইট ঝড়’ আন্দ্রে রাসেল।এখনও পর্যন্ত তার ব্যাট থেকে বড় রান বের হতে দেখেনি নাইট সমর্থকরা। তাই ধোনির দলের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া তিনি। আর এই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্যাট হাতে নামার আগে নাইট ভক্তদের গান গেয়ে শোনালেন রাসেল।https://www.facebook.com/watch/?v=3410257865721112আবুধাবিতে নেট ব্যাটিং করার আগে ফুরফুরে মেজাজে নাইট ভক্তদের জন্য গান ধরেছেন রাসেল। চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের গেম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলার মাঝে ‘মেকিং আপ টু ইউ’ এই গানটির দু’কলি গেয়ে শোনান তিনি। আর রাসেলের এই গান কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে পোস্ট করা হয়। যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায়-ভাইরাল হয়ে যায়।
About Author