আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরই শুরু বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপুজো। অথচ শরতের আকাশে এখনও রয়েছে অবাধ মেঘের বিচরণ। এই দুর্গাপুজোতে ভিলেন অর্থাৎ অসুর হল বৃষ্টি। কিছুতেই থামছেনা বৃষ্টি।
আজ সকাল থেকেই মেঘলা ছিল মহানগরীর আকাশ। সূর্যদেবের দেখা মেলেনি সকাল থেকেই। তারপর বেলা বাড়তেই ভারী বৃষ্টির মুখ দেখেছে কলকাতাবাসী। কুমারটুলি থেকে পাড়ার পুজো প্যান্ডেল তৈরি, সব জায়গাতেই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই পূর্বাভাসে অবশ্যই মৃৎশিল্পীদের থেকে পুজো উদ্যোক্তা সবারই কপালে চিন্তার ভাঁজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআলিপুর হাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিস আশঙ্কা করছে রবিবার থেকে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে পুজোতে। শেষমেষ যাই হোক এবার পুজোটা বাঙালির কাছে ‘ফ্লপ শো’।