কৌশিক পোল্ল্যে: বছরের শুরুতেই বেশ কয়েকদিন নেটদুনিয়া মেতে ছিল এক জমজমাট মিম কনটেন্টে যার ট্যাগলাইন “ম্যায়নে বহুত স্ট্রাগল কিয়া”। চাঙ্কি পান্ডের মতো অভিনেতার কন্যা তার বিলাসবহুল জীবনে কখন স্ট্রাগল করলেন তা নিয়ে হাসির খোরাক ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
অনন্যা পান্ডেকে ট্রোল করা বর্তমানে অনেকটাই কমেছে; তবে এহেন মাত্রায় ট্রোলের মুখে পড়েও ভেঙে না পড়ে বেশ চনমনে মেজাজেই রয়েছেন অনন্যা, তার ছবি অন্তত সেকথাই বলছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগতবছর বলিউডে পা রাখা নবাগতরা এক গোলটেবিল আড্ডায় বসেন। সেখানেই অনন্যা দাবী করেন, “তিনি ছোট থেকে অভিনেত্রী হতে চেয়েছেন তবে চাঙ্কির পান্ডের মেয়ে বলে তিনি বিশেষ কোনো সুযোগ পাননি। কারন তারা বাবা কখনো কোনো ধর্মা প্রযোজনার ছবি করেননি এবং ‘কফি উইথ করন’এও যাননি। প্রত্যেকেরই নিজস্ব একটা স্ট্রাগল থাকে।”
অনন্যার মুখে স্টাগলের কথা বড়ই বেমানান এমনটাই দাবী ফিল্মি ঘরানা থেকে না আসা বাকি স্টারেদের। তবে কোনোরকম গুজব বা ট্রোলে মাথা না ঘামিয়ে অনন্যা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন বেশ কিছু হট ছবি যা দেখলে চমকে যাবেন একনিমেষে। এবার ট্রোল ছাপিয়ে অনন্যার সেই সুন্দর ছবিগুলি একবার দেখুন।
View this post on Instagramkinda shady, but always a lady ? (PS. my captions are not getting better in 2020 ?) #NewYear #SameMe