কৌশিক পোল্ল্যে: গতকাল ভারতের সবচেয়ে বড় সিনেমার উৎসব ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020’ এর মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। বলিউডের টপ রেডেট বলি সেলেব সহ সকলেই রেড কার্পেট আলোকিত করলেন নিজ নিজ স্টাইল ও ফ্যাশনে। নবাগতরাও সমানতালে তাল মিলিয়ে মঞ্চ মাতালেন। এরই মাঝে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে এলেন সুন্দর পোশাকে। রেড কার্পেটে পোজ দেওয়ার সময় সকলেই তার পোশাকের প্রশংসা করতে থাকেন। ছবি তোলা শেষ হলে তিনি ফিল্মফেয়ার কমিটিকে একটি স্বল্প ইন্টারভিউ দেন।
এই সাক্ষাৎকারের ভিডিওটি ফিল্মফেয়ারের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাবলিশ করা হয়েছে। ভিডিয়োতে তাকে জিজ্ঞেস করা হয়, তার পোশাকের থিম কী? তিনি বলেন, “আমার আপকামিং মুভি অনুযায়ী সেজেছি” কাকে দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন, তিনি জানান রনবীর সিং ও করন জোহরকে দেখার জন্য। কে এবার নবাগত হিসেবে পুরষ্কার পাবে বলে তার মনে হয়? উত্তরে তিনি বলেন তারা ও সিদ্ধান্তের নাম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : জিম লুকে প্রকাশ্যে এলেন মালাইকা, দেখুন ভাইরাল ছবি
উল্লেখ্য এবারের ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগতার খেতাবে তিনিও মনোনীত হয়েছেন এবং সেজন্য নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন অনন্যা। গতবছরে দুটি সিনেমায় পরপর কাজ করায় তার ঝুলিতে ভারতীয় সিনেমার ব্ল্যাক লেডি আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার জন্য রইল অনন্যার সেই সাক্ষাৎকারের ভিডিওটি।