Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ananya Pandey: এথনিক লুকে বোল্ড কায়দায় ফটোশুট অনন্যা পান্ডের, দেখে ফ্যানরা বলছেন, ‘সুপার হট!‘

বলিউড বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন অভিনয় দক্ষতা জনপ্রিয়তা পাওয়ার মূল বিষয়, ঠিক তেমনই লাইমলাইটে আসতে গেলে দরকার পড়ে সৌন্দর্যের। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী অত্যন্ত সুন্দরী। তাঁদের রূপে রীতিমতো ফিদা লক্ষ…

Avatar

বলিউড বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন অভিনয় দক্ষতা জনপ্রিয়তা পাওয়ার মূল বিষয়, ঠিক তেমনই লাইমলাইটে আসতে গেলে দরকার পড়ে সৌন্দর্যের। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী অত্যন্ত সুন্দরী। তাঁদের রূপে রীতিমতো ফিদা লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। আর সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন নতুন প্রজন্মের অভিনেত্রী অনন্যা পান্ডে। তাঁর স্লিম ফিগারে ফিদা লাখ লাখ মানুষ। এছাড়া তিনি তার স্টাইলিশ লুকের জন্য সর্বদা আলোচনায় থাকেন। সম্প্রতি তাঁর একটি ফটোশুটের রিল ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে তিনি একটি অত্যন্ত সুন্দর এথনিক লুকে দেখা দিয়েছেন।

ভাইরাল ভিডিওর বিবরণ

অনন্যা পান্ডে এই রিল ভিডিওতে একটি সিলভার রংয়ের আয়না বসানো ডিজাইনার শাড়ি পরেছেন যা ভারী সিকোয়েন্স দিয়ে সজ্জিত। এর সাথে তিনি একটি অফ শোল্ডার ব্লাউজ পরেছেন যা তার দেহের সৌন্দর্য আরও বেশি করে তুলে ধরেছে। অনন্যার মেকআপও খুবই সুন্দর। সূক্ষ্ম চকচকে বেস, চকচকে বাদামী ঠোঁট এবং স্মোকি আই মেকআপ তার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রিল ভিডিওতে নিজের কার্ভি ফিগার ফ্লান্ট করে আবেদনময়ী কায়দায় পোজ দিয়েছেন তিনি। অভিনেত্রীর এই লুক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল ভিডিওতে নেটিজেনদের প্রতিক্রিয়া

ভক্তরা তার এই নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই মন্তব্য করেছেন যে তিনি কত সুন্দর দেখাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই তার এই রিল ভিডিওতে ৩.৩ লাখের বেশি লাইক এসেছে। কেউ কমেন্ট করে বলেছেন, ‘কিলার আউটফিট‘। আবার কেউ বলেছেন, ‘সুপার হট‘। সকলের মতে এই রিল ভিডিওর মাধ্যমে অনন্যা পান্ডে আবারো প্রমাণ করে দিয়েছেন যে তিনি কেন বলিউডের সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রীদের একজন। আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author