Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা

করোনা আবহে চারিদিকে সমন খারাপ করা খবরের মাঝেও কিছু কিছু ভালো খবর আসে। ২০২১ সালে করোনা আর বিনোদন জগতের মধ্যে সুসম্পর্ক হয়ে উঠেছে। গণমাধ্যম খুললেই বিনোদন জগতের সাথে যুক্ত একের…

Avatar

By

করোনা আবহে চারিদিকে সমন খারাপ করা খবরের মাঝেও কিছু কিছু ভালো খবর আসে। ২০২১ সালে করোনা আর বিনোদন জগতের মধ্যে সুসম্পর্ক হয়ে উঠেছে। গণমাধ্যম খুললেই বিনোদন জগতের সাথে যুক্ত একের পর এক সেলিব্রেটি করোনা আক্রান্ত। অনেকে করোনার কাছে হেরে মারাও গিয়েছেন। এর মাঝেই এল সুখবর। করোনাযুদ্ধে লড়ে জয়ী হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা।গত ১১ দিন ধরে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, অক্সিজেন সাপোর্টেও রাখা হয়েছিল অভিনেত্রীকে। একপ্রকার কঠিন লড়াই ছিল অভিনেত্রীর। এরপর মে মাসের প্রথম দিন অর্থাৎ গত শনিবার বিকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় অনামিকা দেবীক। ভাই মাধব চট্টোপাধ্যায়ের সাথে হাসি মুখে বাড়ি ফেরেন অভিনেত্রী। বাড়ি ফিরলেও ডাক্তারের পরামর্শে আরো ১৪ দিন তাঁকে বাড়িতেই হোম আইসোলেশনে থাকতে বলেছেন চিকিৎসকরা এর পাশাপাশি নির্দিষ্ট ওষুধপত্র চলবে।উল্লেখ্য অভিনেত্রী আকাশ আট চ্যানেলের ‘হয়তো তোমারি জন্য’ ধারাবাহিকে কাজ করছিলেন। অভিনয়ের মাঝেই গত ১৯ শে এপ্রিল অভিনেত্রীর শরীরটা খারাপ হওয়ায় প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। পরদিন করোনা রিপোর্ট পজিটিভ আসায় এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তিরত করা হয়। তবে কোভিডের অভিনেত্রীর ফুসফুসে সংক্রমণ ছড়ায়। তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়ায় নন রিব্রেথার মাস্কের সাহায্যে অক্সিজেন দিতে হয়েছিল অনামিকা দেবীকে।দীর্ঘদিন ধরেই ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় এখন তিনি বিপদমুক্ত, ভয়ের কোনও কারণ নেই। বাড়িতে বিশ্রামে আছেন অভিনেত্রী এখন। তবে অনামিকা একা নয়, এই ধারাবাহিকের অন্যান কলাকুশলী চৈতি ঘোষাল, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় সহ অনেক শিল্পীই করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে সকলেই আগের থেকে সুস্থ আছেন। করোনার বাড়বাড়ন্তের জন্য সরকারি নির্দেশে ধারাবাহিক শুটিংয়ের নিয়মবিধিতে কিছু পরিবর্তন হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি সব স্তরে মেনে কাজ করছেম সমস্ত শিল্পীরা। তবে অনামিকা দেনী এখনই সেটে ফিরবেন কিনা সেই ব্যপারে কিছু জানা যায়নি।
About Author