Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাঠের মধ্যে মূত্রত্যাগ! নির্বসিত হলেন আইরিশ ফুটবলার

আয়ারল্যান্ড: ফুটবল খেলার সময় অনেক কারণে নির্বাসিত হতে হয় ফুটবলারদের। কখনও বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়া, তো কখনও খেলতে খেলতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলার কারণে বহুবার বহু ফুটবলারকে…

Avatar

আয়ারল্যান্ড: ফুটবল খেলার সময় অনেক কারণে নির্বাসিত হতে হয় ফুটবলারদের। কখনও বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়া, তো কখনও খেলতে খেলতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলার কারণে বহুবার বহু ফুটবলারকে নির্বাসিত হতে দেখা গিয়েছে। কিন্তু এবার যে কারণে আইরিশ ফুটবলার ইযন ব্র্যাডলি নির্বাসিত হলেন, তা একেবারে ভিন্ন একটি কারণ। মাঠের মধ্যে মূত্রত্যাগ করার জন্য কার্যত তাকে নির্বাসিত করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ড বেলফাস্টে এমন অবাক করা কান্ড ঘটেছে।

জানা গিয়েছে, নর্দান আয়ারল্যান্ড কাপে কোলেরিন এফসি এবং বাল্লিমেনার ম্যাচে মাঠে মূত্রত্যাগ করেন কোলেরিন এফসির হয়ে খেলা আইরিশ ফুটবলার ইয়ন ব্র্যাডলি। দুর্ভাগ্যবশত সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে যায়। এই ঘটনাকে আচরণবিধি ভঙ্গ বলে চিহ্নিত করেছে সেখানকার ফুটবল কর্তৃপক্ষ। তাই আগামী ছয় ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে ওই ফুটবলারকে। যদিও ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। তবুও নির্বাসিত শাস্তি তুলে নেওয়ার কথা ভাবছে না ফুটবল কর্তৃপক্ষ। এমন ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author