Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাতসকালে কেঁপে উঠল বাণিজ্যনগরী, আতঙ্কে গোটা শহর

মুম্বই: সপ্তাহের শুরুতে মুম্বাই বাসীদের ঘুম ভাঙল ঝাঁকুনিা খেয়ে। সাত সকালে ফের একবার কেঁপে উঠল বাণিজ্যনগরী। ফলে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ, সোমবার সকাল আটটা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়…

Avatar

মুম্বই: সপ্তাহের শুরুতে মুম্বাই বাসীদের ঘুম ভাঙল ঝাঁকুনিা খেয়ে। সাত সকালে ফের একবার কেঁপে উঠল বাণিজ্যনগরী। ফলে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ, সোমবার সকাল আটটা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৫।  এ বিষয়ে এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থা তরফ থেকে জানা গিয়েছে মুম্বইয়ের ১০২ কিলোমিটার উত্তরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত কয়েক দিন ধরে বেশ কয়েকবার ভূমিকম্প হযেছে গোটা মহারাষ্ট্র জুড়ে। কিন্তু কেন? এর পেছনে কি কোনও ভৌগোলিক ও বিজ্ঞানসম্মত কারণ রয়েছে? যদিও সে বিষয়ে কিছু সদুত্তর মেলেনি।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরুর দিনেই দু’বার ভূকম্পন অনুভূত হয়েছিল বাণিজ্যনগরীতে। বারবার কেন কেঁপে উঠছে মুম্বই তথা মহারাষ্ট্র, তা নিয়ে রীতিমতো ধন্দে পড়েছেন ভূতত্ত্ববিদরা। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

About Author