Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কান কামড়ে হাতিকে মেরে ফেলল অ্যানাকোন্ডা, তুমুল ভাইরাল ভিডিও

হাতির পেটে অনেক জীবজন্তু সহজেই চলে যায়, এমনটাই আমরা শুনে এসেছি। একটা প্রকাণ্ড আকার মানুষকেও হাতি অতি সহজেই তার সুর দিয়ে তুলে আছাড় দিয়ে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু এই…

Avatar

হাতির পেটে অনেক জীবজন্তু সহজেই চলে যায়, এমনটাই আমরা শুনে এসেছি। একটা প্রকাণ্ড আকার মানুষকেও হাতি অতি সহজেই তার সুর দিয়ে তুলে আছাড় দিয়ে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু এই হাতিকেই যদি অন্য কেউ মেরে ফেলে? কী ভাবছেন? এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমাদের বাস্তব জীবনে এমন অনেক কিছুই ঘটনা ঘটে, যা হয়তো আমরা অসম্ভব বলে মনে করি, কিন্তু সেই অসম্ভব ঘটনা অতি সহজেই সম্ভব হয়ে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। একটি অ্যানাকোন্ডা পেঁচিযে মেরে ফেলেছে একটি বিশালাকার হাতিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মধ্যে অন্যতম হল এই ভিডিওটি।ঘটনার বয়স তিন বছর। অর্থাৎ ২০১৭ সালে এই ঘটনাটি ঘটে বা বলা ভাল ২০১৭ সালে এই ভিডিওটি বানানো হয়। যা কিছুদিন আগে পোস্ট করা হয়েছে এবং সেটি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি হাতিকে ছলে-বলে-কৌশলে নিজের আয়ত্বে নিয়ে আসে অ্যানাকোন্ডা। হাতিটি প্রাণপণ বাঁচার চেষ্টা করে, কিন্তু পারেনি।তারপর আস্তে আস্তে অ্যানাকোন্ডাটি হাতিটিকে পেঁচিয়ে ফেলে এবং হাতির কান কামড়ে দেয়। আর এতেই নিস্তেজ হয়ে পড়ে হাতিটি এবং অবশেষে সে মারা যায়। মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। এমন দুষ্প্রাপ্য ঘটনা দেখে কার্যত হতবাক নেটিজেনরাও।
About Author