Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দামি হল আমূল দুধ, প্যাকেট প্রতি কত বাড়ল দাম? জানুন

আমুল দুধের দাম বৃদ্ধি: আমুল দুধের দাম বৃদ্ধি পেল লিটার প্রতি ২ টাকা। ১ মার্চ থেকে প্রযোজ্য হবে নতুন দর। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) অনুসারে, আমুলের মালিকানাধীন একটি…

Avatar

আমুল দুধের দাম বৃদ্ধি: আমুল দুধের দাম বৃদ্ধি পেল লিটার প্রতি ২ টাকা। ১ মার্চ থেকে প্রযোজ্য হবে নতুন দর। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) অনুসারে, আমুলের মালিকানাধীন একটি সংস্থা, ১ মার্চ থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে এই বৃদ্ধি।মঙ্গলবার ১ মার্চ থেকেই আমুল গোল্ডের ৫00 মিলি প্যাকেট ৩০ টাকা, আমুল তাজা ২৪ টাকা এবং আমুল শক্তি ২৭ টাকায় পাওয়া যাবে।উৎপাদন খরচ বেড়ে যাওয়ার জন্যেই এই দাম বাড়ানো হয়েছে, জানিয়েছেন আমুল। আমুল বলেছে যে প্রতি লিটারে ২ টাকা বৃদ্ধি মাত্র ৪ শতাংশ, যা গড় মূল্যস্ফীতির হারের চেয়ে অনেক কম।প্রতি বছর দুধের দাম লিটারে ২ টাকা বাড়িয়েছে আমুল। দুধের দাম বাড়ার পর আমুলের পক্ষ থেকে বলা হয়, এবার কৃষকদের দুধের ক্রয়মূল্য কেজি প্রতি চর্বি ৩৫ থেকে ৪০ টাকা বাড়ানো হয়েছে।মুল্য বৃদ্ধির পর আমুলের নতুন দাম (প্রতি 500 মিলি) আমুল গোল্ড – ৩০ টাকা আমুল শক্তি – ২৭ টাকা আমুল ফ্রেশ – ২৪ টাকা
About Author