ভোজপুরি সিনেমার জনপ্রিয় নায়িকা আম্রাপালি দুবে জানালেন, জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি এখন সংসার গড়তে চান। ভোজপুরি ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় নায়িকাদের তালিকায় বহুদিন ধরেই রয়েছেন আম্রাপালি দুবে। এবার ব্যক্তিগত জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে সরাসরি মুখ খুললেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তাঁর মনে এখন ‘ওয়েডিং ফিভার’ চলছে। খুব শীঘ্রই তিনি এমন একজনকে জীবনসঙ্গী করতে চান, যাঁকে তাঁর পরিবারও গ্রহণ করবে।৩৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, তিনি শুধুমাত্র একজন স্বামী পাওয়ার জন্য বিয়ে করতে চাইছেন না। বরং মা হওয়ার ইচ্ছাই তাঁকে আরও তাড়িত করছে। পরিবারের অনুষ্ঠানে যখন তিনি ছোট ছোট শিশুর সঙ্গে আত্মীয়দের সময় কাটাতে দেখেন, তখন স্বাভাবিকভাবেই মাতৃত্বের প্রতি টান তৈরি হয়। সেই কারণেই এখন তিনি সংসার শুরু করার জন্য মানসিকভাবে প্রস্তুত।

তবে আম্রাপালির ব্যক্তিগত জীবন নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। ভোজপুরি সুপারস্টার দীনেশলাল যাদব ‘নিরহুয়া’-র সঙ্গে তাঁর নাম প্রায়শই জড়িয়ে পড়ে। যদিও নিরহুয়া ইতিমধ্যেই মঞ্চা যাদবকে বিয়ে করেছেন এবং তাঁদের তিন সন্তান রয়েছে। তা সত্ত্বেও দুই তারকার ঘনিষ্ঠতা নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ওঠে। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের যুগল গান ও রোমান্টিক দৃশ্য ভীষণ জনপ্রিয় হয়।অন্যদিকে, গুঞ্জন রটে ছিল যে, আম্রাপালি এবং নিরহুয়া নাকি গোপনে বিয়ে করে ফেলেছেন। কিন্তু সেই জল্পনায় পূর্ণবিরাম টেনেছিলেন অভিনেত্রীর বোন আঞ্চল। এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি জানান, এই খবর একেবারেই ভিত্তিহীন।কর্মজীবনের দিক থেকেও আম্রাপালি এবং নিরহুয়া একসঙ্গে বহু হিট ছবি উপহার দিয়েছেন। নিরহুয়া হিন্দুস্তানি, নিরহুয়া রিকশাওয়ালা, রাজা বাবু, বর্ডার, লল্লু কি লায়লা প্রভৃতি সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়েছে। এই ছবিগুলির গানও ইউটিউবে মিলিয়ন ভিউস পেয়েছে। ফলে তাঁদের রসায়নকে ঘিরে দর্শকদের আগ্রহ সর্বদাই তুঙ্গে। তবে ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবার সরাসরি মুখ খোলায়, তাঁর ভক্তমহলে কৌতূহল আরও বেড়েছে। এখন প্রশ্ন একটাই—কবে তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এবং কাকে বেছে নেবেন জীবনসঙ্গী হিসেবে?