বাংলা সিরিয়ালবিনোদন

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে শ্যামার জন্য ফাঁদ পাতছে আম্রপালী, দেখুন ভিডিও

×
Advertisement

এবার জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নতুন মোড়। শ্যামার অনুপস্থিতিতে যে আম্রপালী নিখিলকে বিয়ে করে শ্যামার সংসার সামলেছিলো,এখন সে শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চলেছে। নিখিল চেয়েছিল,আম্রপালী বাড়ি থেকে চলে যাক।কিন্তু শ্যামা,নিখিলকে বোঝায় যে,আম্রপালী বাড়ি থেকে চলে গেলে এটা আম্রপালীর প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন হবে।কিন্তু আম্রপালীর মানসিকতা বুঝতে পারে না শ্যামা। আম্রপালী শ্যামার ঘরে গিয়ে তার জলে ওষুধ মিশিয়ে দেয়।শ্যামা নিজের অজান্তে ওই ওষুধ মেশানো জল খেয়ে মাথা ঘুরে পড়ে যায়।

Advertisements
Advertisement

সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যটি ভাইরাল হলেও ‘কৃষ্ণকলি’সিরিয়ালটিকে যথেষ্ট ট্রোল করা হচ্ছে।নেটিজেনদের একাংশ বলছেন,তাঁরা পুজোর আগেই এই সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান।

Advertisements

Advertisements
Advertisement

প্রসঙ্গত,বেশ কিছুদিন ধরেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’-এর চিত্রনাট্য নিয়ে অভিযোগ উঠেছে। অন্যান্য সমস্ত বাংলা সিরিয়ালের মতো এই সিরিয়ালটিও নিজের আসল গল্প থেকে সরে গেছে।‘কৃষ্ণকলি’ সিরিয়ালেও এক স্বামী ও তার দুই স্ত্রী নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে আম্রপালীর ষড়যন্ত্র। সবকিছু মিলিয়ে এই সিরিয়ালটির চিত্রনাট্য সবার কাছে অপছন্দের বিষয় হয়ে উঠেছে।

Related Articles

Back to top button