Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিছানার মধ্যেই বাঁধ ভাঙ্গা যৌবনে মজলেন আম্রপালি- নিরহুয়া, ভিডিও দেখলে শরীর গরম হবে (VIDEO)

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আম্রপালি-নিরহুয়া হলেন জবরদস্ত জুটি। এদের সিনেমা আসা মানেই সেটি হিট, শুধু হিট নয়, এদের সিনেমার ছোট ছোট ক্লিপিং মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। দুজনের রোম্যান্স, খুনসুটি মানুষ পছন্দ…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আম্রপালি-নিরহুয়া হলেন জবরদস্ত জুটি। এদের সিনেমা আসা মানেই সেটি হিট, শুধু হিট নয়, এদের সিনেমার ছোট ছোট ক্লিপিং মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। দুজনের রোম্যান্স, খুনসুটি মানুষ পছন্দ করে দেখতে। বলিউডে যেমন শাহরুখ কাজলের জুটি একসময় মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতো, সেই একই ফ্লেভার রয়েছে এই দুই ভোজপুরি স্টারদের মধ্যে। এই জুটির মধ্যেও একই উন্মাদনা, একই এসেন্স কাজ করে।

নিরহুয়া এবং আম্রপালি দুবের ফিল্ম নিরহুয়া হিন্দুস্তানি 3- (nirahua hindustani 3) এর ‘মাজা মারে মে তুরবা গহনওয়া'(maja mare mein turba gahanwa) গানটি মানুষকে পাগল করে তুলেছে । এই গানে নিরহুয়ার সঙ্গে অভিনেত্রীর দারুণ রসায়ন দেখানো হয়েছে, এই রসায়ন দেখেই দর্শকরা মুগ্ধ। ফলে বারবার করে ভাইরাল হচ্ছে এই সিনেমার ছোট ছোট মিউজিক ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, ‘মাজা মারে মে তুরবা গহনওয়া’ গানটির সঙ্গীত দিয়েছেন রজনীশ মিশ্র, এবং এর কথা লিখেছেন প্যারে লাল যাদব। এই ছবির প্রযোজক প্রবেশ লাল যাদব। গানটি ও ভেতরের দৃশ্য নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে যা বারবার মানুষকে দেখতে বাধ্য করছে। প্রসঙ্গত, খুব শীঘ্রই আম্রপালি এবং নিরহুয়াকে ‘অ্যাই মিলান কি রাত’ ছবিতে দেখা যাবে। রোমান্সের পাশাপাশি হরর ছবিতেও কাজ করতে দেখা যাবে এই সুপারহিট জুটিকে। তাহলে আর দেরি কেনো? চাইলে আপনিও এই ভিডিওর মজা নিতে পারেন। উপভোগ করতে পারেন আম্রপালি- নিরহুয়া’র বাঁধ ভাঙ্গা যৌবনের সুবাস।

About Author