Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বন্ধ ঘরে খাট ভাঙ্গা রোম্যান্স আম্রপালি ও নিরাহুয়ার, ইন্টারনেট দুনিয়ায় সৃষ্টি করলো আলোড়ন

Updated :  Thursday, November 2, 2023 8:24 PM

ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে বড় সুপারস্টার নিরহুয়া সবসময়ই থাকেন খবরের শিরোনামে। তার সাথে অভিনেত্রী আম্রপালি দুবের কেমিস্ট্রি সব সময় থাকে খবরে। বর্তমানে এই অভিনেত্রীর কোন নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তিনি যে ছবিতেই আসেন সেই ছবি হিট প্রমাণিত হয়। অভিনেত্রী অনেক ভোজপুরি অভিনেতার সাথে পর্দায় রোমান্স করেছেন। তবে তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলেন নিরাহুয়া। তাদের দুজনের জুটি সারা ভারতের মানুষ খুব পছন্দ করেন। এই কারণেই সারা ভারতে তাদের দুজনের একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে।

তাদের জুটি রীতিমতো পর্দায় আলোরন সৃষ্টি করে। যখনই দিনেশ লাল যাদব এবং আম্রপালি একসঙ্গে আসেন তখনই তাদের রসায়ন দেখে সকলের মধ্যে একটা হইচই পড়ে যায়। তাদের রোমান্টিক দৃশ্যগুলি ভারতের সব মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। সম্প্রতি তাদের জুটির একটি নতুন গান সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে। এই গানটি বর্তমানে ভোজপুরি ইন্ডাস্ট্রির সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে। এই গানটিতে দুজনকে একেবারে কাপল রোমান্স করতে দেখা যাচ্ছে। তাদের দুজনের খাট ভাঙ্গা রোমান্সে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যান্য জুটিরা যেন অনেকটা পিছনে সরে গিয়েছেন।

এই গানটির নাম হল ধড়ক জালা ছাতিয়া। এই গানে কন্ঠ দিয়েছেন কল্পনা এবং রজনীশ। গানটির শুটিং হয়েছে নিরাহু এবং আম্রপালি দুবেকে নিয়ে। একটু পুরনো ভিডিও হলেও আবারও ইউটিউবে জনপ্রিয় হয়েছে এই গানটি। ইতিমধ্যেই ১ কোটির বেশি ভিউ হয়ে গিয়েছে এই গানে। গানটি নেওয়া হয়েছে তাদের অত্যন্ত জনপ্রিয় ছবি রাম লখন থেকে। এই ছবিতে, তাদের ছাড়াও আরো রয়েছেন প্রবেশ লাল যাদব, শুভ শর্মা, মনোজ টাইগার এবং সঞ্জয় পান্ডের মত অভিনেতারা।