Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিমি, রাজ্যের তিন জেলা লন্ডভন্ড করতে পারে ঘূর্ণিঝড় ‘আমফান’

প্রবল শক্তি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। এর গতিবেগ ২৫০ কিলোমিটারের বেশি হতে পারে। বর্তমানে এই ঝড় পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে ৭২০ কিলোমিটার দূরে রয়েছে। বুধবার এই ঘূর্ণিঝড় মারাত্মক আকার…

Avatar

প্রবল শক্তি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। এর গতিবেগ ২৫০ কিলোমিটারের বেশি হতে পারে। বর্তমানে এই ঝড় পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে ৭২০ কিলোমিটার দূরে রয়েছে। বুধবার এই ঘূর্ণিঝড় মারাত্মক আকার নিয়ে দীঘাতে আছড়ে পড়বে। প্রতি ঘন্টায় এর গতি থাকবে ১৮৫ কিলোমিটার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলাতে বৃষ্টিপাত হবে। নদীয়া, মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।

মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলাতে ৪৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই গতিবেগ আরও বাড়তে পারে সন্ধ্যের দিকে জানাচ্ছে আবহাওয়া দফতর। আর বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ১১০- ১২৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় ঝড়ের গতিবেগ বেড়ে প্রতি ঘন্টায় ১৯৫ কিলোমিটার হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে, নদিয়া , মুর্শিদাবাদে । বুধবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । রাজ্যের যে সমস্ত এলাকার উপর দিয়ে ঝড় বয়ে যাবে সেই সমস্ত এলাকার মানুষজনকে ঘরের ভিতরে থাকতেই পরামর্শ দিয়েছে প্রশাসন।

About Author