ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। বুধবার দিঘা ও বাংলাদেশের হাতিয়া উপকূলের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে রয়েছে আমফান। এই ঘূর্ণিঝড় বিধ্বংসী হতে পারে অভ্যন্তরীণ ঘূর্ণাবর্ত। এর গতিবেগ ২৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে ঝোড়ো হাওয়া বইবে। গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় ১২০-১৬৫ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চরম সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭৫ কিমি বেগে হতে পারে। বুধবার সকালে এই গতিবেগ বেড়ে ৯৫ কিমি হতে পারে। আর তারপর গতিবেগ বেড়ে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় ১৩০ কিলোমিটার। কলকাতাতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুরে জলোচ্ছাস হতে পারে ৩-৪ মিটার। দুই ২৪ পরগনাতে জলোচ্ছাসের মাত্রা ৪-৫ মিটার হতে পারে। ইতিমধ্যেই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ বৃষ্টি শুরু হয়েছে। বকখালি থেকে ৩০ হাজার মানুষকে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে ৪০ হাজার মানুষকে সরানো হয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৎপর প্রশাসন।