ভয়ংকর গতিতে এগিয়ে আসছে আমফান, দুপুর ২ টো নাগাদ আছড়ে পড়বে সুন্দরবনে

Advertisement

Advertisement

স্টাফ রিপোর্টার: ক্রমেই নিজেকে শক্তিশালী করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। দিঘার উপকূলের কাছে এগিয়ে আসছে ক্রমশ। স্থলভাগে এই সাইক্লোন গতির শক্তি ক্ষয় না করলে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। সুপার সাইক্লোন ‘আমফান’ এদিন বুধবার দুপুর ২টো নাগাদ দিঘার উপকূল অঞ্চল ও বাংলাদেশের হাতিয়া দ্বীপে আছড়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

ইতিমধ্যে ওড়িশা উপকূলের ১৩টি জেলার ১,১৯,০৭৫ জনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং ১,৭০৪টি শেল্টারে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছে। স্থলভাগের দিকে ক্রমে প্রতি ঘন্টায় ১৫ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে সুপার সাইক্লোন। আর তার জেরে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতার মতো জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদেরা।

Advertisement

ঘূর্ণিঝড় ‘আমফান’ জেলাগুলির উপর দিয়ে ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে বইতে পারে বলে অনুমান করা হচ্ছে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার উপকূলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রবল বাতাস বইবে। বিকেল নাগাদ পারাদ্বীপের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Advertisement

Recent Posts