Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আম্মা আমাকে নিতে এসেছে’, মৃত্যুর আগে শেষ কথা ইরফান খানের

কৌশিক পোল্ল্যে: “আম্মা আমাকে নিতে এসে” মৃত্যুর আগে এটিই ছিল তার শেষ কথা, এরপরই মুম্বাইয়ের কোকিলাবিন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিরতরে ঘুমের দেশে চলে যান অভিনেতা ইরফান খান। তার মৃত্যুতে শোকস্তব্ধ…

Avatar

কৌশিক পোল্ল্যে: “আম্মা আমাকে নিতে এসে” মৃত্যুর আগে এটিই ছিল তার শেষ কথা, এরপরই মুম্বাইয়ের কোকিলাবিন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিরতরে ঘুমের দেশে চলে যান অভিনেতা ইরফান খান। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর, এর মধ্যেই না ফেরার দেশে হারিয়ে গেলেন এই প্রবাদপ্রতিম অভিনেতা। বলিউডের বহু তারকা তার অকালপ্রয়ানে গভীর শোকপ্রকাশ করেছেন।

এক সপ্তাহ হয়নি তার মা মারা গিয়েছেন। লকডাউনের কারনে মায়ের শেষকৃত্যে উপস্থিত হতে পারেননি তিনি। মাকে শেষবারের মতো না দেখতে পাওয়ার মানসিক বেদনা তো ছিলই। এরপর পরিবারের প্রিয়জনদের সঙ্গে ভিডিওকলে কথাও বলেন তিনি। সবকিছু থমকে গিয়েছিল ঠিকই কিন্তু স্বাভাবিক ছন্দেই কাটছিল তার মর্মাহত হৃদয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অবশেষে গতকাল তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়। তার মৃত্যুর কারন হিসেবে কোলন ক্যানসারকে দায়ী করা হয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে নিউরোএন্ডোক্রাইম টিউমারের সঙ্গে যুদ্ধ করছিলেন অভিনেতা। এই মারন রোগই প্রকট হয়ে উঠল তার জীবনে।

মৃত্যুর আগে তিনি যে কথাটি বলেন তা হল, “আম্মা আমাকে নিতে এসেছ”। অর্থাৎ তার পরলোকগামী মা তাকে নিতে এসেছেন। তবে কি অভিনেতা আগে থেকেই এই আশঙ্কার আঁচ করতে পেরেছিলেন, তার বলা কথাই কি সত্যি? এও কি সম্ভব? আপনার কি মনে হয়!

About Author