বলিউডবিনোদন

‘সে চলে গেছে… আমি শেষ হয়ে গেলাম’, ঋষি কাপুরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ অমিতাভের

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন। তার মৃত্যুসংবাদ পেয়েই করলেন ট্যুইট। “সে চলে গেছে!!…ঋষি কাপুর চলে গেছে..এইমাত্র মারা গেলেন..আমি শেষ হয়ে গেলাম”। বন্ধুবিরহের আঘাত ঠিক এতটাই বিদ্ধ করেছে ‘বিগ বি’কে। উভয়ের বন্ধুত্বের কথা কে না জানে! ঋষির মৃত্যুখবরটি সর্বপ্রথম অমিতাভই ট্যুইট করে জনসমক্ষে নিয়ে আসেন।

Advertisement
Advertisement

মাত্র ৬৭ বছর বয়সেই অকালপ্রয়ান ঘটল এই জনপ্রিয় বলিউড অভিনেতার। প্রথম হিট ছবি ‘ববি’র মাধ্যমে আত্মপ্রকাশ ও পরিচিতি লাভ করে ধীরে ধীরে আশি ও নব্বইয়ের দশকের সুপারস্টার হয়ে ওঠেন তৎকালীন ‘চকলেট বয়’ ঋষি কাপুর।

Advertisement

দীর্ঘদিন যাবত আমেরিকায় তার ক্যান্সার রোগের কারনে চিকিৎসাধীন ছিলেন নিউ ইয়র্কে। এরপর সুস্থ হয়ে মাত্র কয়েকমাস আগেই তিনি দেশে ফেরেন। শেষবার ট্যুইটারে লকডাউন সংক্রান্ত ট্যুইট করে বিতর্কের সৃষ্টি করেন নেটপাড়ায়, আর তার মাত্র কিছুদিনের মধ্যেই লকডাউন পর্ব চলাকালীনই পৃথিবী ছেড়ে চলে গেলেন এই জনপ্রিয় অভিনেতা। আজ সকালেই শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement
Advertisement

বলিউডের আর এক প্রবীন অভিনেতা অমিতাভ বচ্চন তার প্রয়ানে কতখানি শোকস্তব্ধ সেটি তার ট্যুইটেই প্রকাশিত। বংশপরম্পরায় এই বচ্চন ও কাপুর পরিবার একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শুধু তাই নয় বাড়ির বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিতেন উভয়েই। সমসাময়িক অভিনেতা ও বন্ধুকে হারালেন অমিতাভ। সেই সঙ্গে বলিউড হারাল এই ইন্ডাস্ট্রির অন্যতম এক তারকাকে।

Advertisement

Related Articles

Back to top button