এই শো নিয়ে দর্শকদের মধ্যে এত জনপ্রিয়তার একটা বড় কারণ ছিল। কারণ এই শোতে প্রতিযোগীদের বিগ বি কিছু শক্ত প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের টাকা জেতার সুযোগ পেতেন সাধারণ মানুষ । সেই সময় সর্বোচ্চ ‘প্রাইজমানি’ ছিল এক কোটি টাকা! ন্যূনতম হাজার টাকার প্রশ্ন থেকে শুরু করে ধাপে ধাপে দর্শকরা পৌঁছতে পারতেন এক কোটি টাকার সেই মোটা অঙ্কের লক্ষ্যে। খেলা এগোনোর সাথে সাথে সঙ্গে পরবর্তী পর্যায়ে গুলিতে প্রশ্নের মানও কঠিন হত। এই শো খুব অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তার নিরিখে একদম শীর্ষে উঠে এসেছিল।সদ্য ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তেরো’তম সিজনের শুটিং শুরু করেছেন অমিতাভ বচ্চন। অমিতাভ জানিয়েছেন আজও তার কাছে সেই চেয়ার দু’হাজার সালের শুরুর দিনের মতোই একইরকম রোমাঞ্চকর। কৌন বনেগা ক্রোড়পতি’র প্রথম সিজম থেকে মাত্র একটা সিজন বাদে প্রত্যেকটা সিজনেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন অমিতাভ। শুধুমাত্র ২০০৬ সালের তৃতীয় সিজনের সঞ্চালক ছিলেন বলিউডের কিং খান শাহরুখ খান।ইনস্টাগ্রামে অমিতাভের পোস্টে ভালোবাসা জানিয়েছেন তাঁর পুত্র অভিষেক বচ্চন, নাতনি নভ্যা নন্দা নভেলী। এছাড়াও অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন অমিতাভ বচ্চন। আগামী ২৩শে অগাস্ট থেকে কৌন বনেগা ক্রোড়পতি’র ১৩ নম্বর সিজন দেখা যাবে সোনি টিভিতে রাত ন’টায়। সোম থেকে শুক্রবার এই শো সম্প্রচার হবে। এই শোয়ের নতুন সিজন শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহু দর্শক।
Thank you for the overwhelming response on Part 1 and 2. We now present to you the finale of the three part series #KBCFilmSammaanPart3!
— sonytv (@SonyTV) August 10, 2021
Don't forget to tune in to #KBC13 starting 23rd Aug , 9 pm only on Sony #JawaabAapHiHo. pic.twitter.com/Sdmu8sBGza