Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজও অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রর মুখ দেখতে পছন্দ করেন না, ধর্মেন্দ্র’র নাতির বিয়েতে এলেন না বচ্চন পরিবারের কেউ

'ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে' গানটি কি তাহলে মিথ্যে হয়ে গেল? সেই জয়-বীরু কি এখন আর এক নেই? ফাটল ধরেছে সম্পর্কে? বলাবাহুল্য, গত ১৮ই জুন ছিল সানি দেওলের একমাত্র ছেলে…

Avatar

‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’ গানটি কি তাহলে মিথ্যে হয়ে গেল? সেই জয়-বীরু কি এখন আর এক নেই? ফাটল ধরেছে সম্পর্কে? বলাবাহুল্য, গত ১৮ই জুন ছিল সানি দেওলের একমাত্র ছেলে করণ দেওলের বিয়ে। বঙ্গ তনয়া দৃশা আচার্যকে বিয়ে করেন করণ। ধুমধাম করে বিয়ে হয় ধর্মেন্দ্র নাতি করণের। বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটি উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

এখনও পর্যন্ত ধর্মেন্দ্র পরিবারের নাতির বিয়ের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। কখনো সানি দেওল ও করণ নাচ করছেন তো কখনো সেলিব্রিটিদের সেলফি পোস্ট ভাইরাল হয়েছে। বলিউডের অনেক তাবড় তাবর সেলিব্রিটি উপস্থিত থাকলেও ধর্মেন্দ্রর পূর্ব পরিচিত সহ অভিনেতা অমিতাভ বচ্চন ও তার পরিবারের কেউই উপস্থিত থাকেননি ওই বিয়েতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজও অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রর মুখ দেখতে পছন্দ করেন না, ধর্মেন্দ্র'র নাতির বিয়েতে এলেন না বচ্চন পরিবারের কেউ

ধর্মেন্দ্র ও অমিতাভের জুটি বড় পর্দায় যথেষ্ট সফল ও জনপ্রিয়। একটা সময় দুজনেই দাপিয়ে অভিনয় করেন এবং দুজনেই প্রশংসিত হন, এরপরেও একটা বিয়ের মতন গ্র্যান্ড পার্টিতে অনুপস্থিত বচ্চন ফ্যামিলি। তাহলে কি দুই পরিবারের মধ্যে ফাটল ধরেছে ? পুরনো কোনো বিবাদ নাকি অজানা কোনো কারণ?

এখনও পর্যন্ত জানা যায়নি ধর্মেন্দ্রর নিমন্ত্রণ কেন রক্ষা করেনি বচ্চন ফ্যামিলি, তবে আশঙ্কা করা হচ্ছে সন্ত্রাসের ভয়ে হয়তো বিয়ের অনুষ্ঠান স্কিপ করেন অমিতাভ। কারণ, চলতি বছর মার্চ মাস নাগাদ ভারতের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি ও ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর থেকে নাগপুর আর মুম্বাইয়ের পুলিশ-প্রশাসনের ঘুম হারাম হয়। শুধুমাত্র নিরাপত্তার তাগিদেই কি অমিতাভ নিমন্ত্রণ রক্ষা করলেন না? ঘটনার আসল কারণ না জানা গেলেও অনেকে এটাই অনুমান করছেন।

About Author