Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সবার সামনে মহিলা কবির কাছে ক্ষমা চাইলেন অমিতাভ, কী এমন করলেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়ার জন্মলগ্ন থেকেই রীতিমত সক্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh bachchan)।   অমিতাভ বরাবর ব্লগ লেখায় সক্রিয়।  এমনকি ভোর 3:30 -তেও অমিতাভ ব্লগ লিখেছেন। ব্লগ লেখা তাঁর কাছে নেশার মতো।  অমিতাভ…

Avatar

সোশ্যাল মিডিয়ার জন্মলগ্ন থেকেই রীতিমত সক্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh bachchan)।   অমিতাভ বরাবর ব্লগ লেখায় সক্রিয়।  এমনকি ভোর 3:30 -তেও অমিতাভ ব্লগ লিখেছেন। ব্লগ লেখা তাঁর কাছে নেশার মতো।  অমিতাভ করোনা আক্রান্ত অবস্থাতেও নানাবতী হাসপাতালে বসে ব্লগ লিখে  জানিয়েছেন, করোনার সময় একাকীত্ব মানসিকতায় কিভাবে প্রভাব ফেলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একসময় একটি সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) অমিতাভের কাছে তাঁর অ্যাকটিভ থাকার রহস্য জানতে চেয়েছিলেন।  অমিতাভ বলেন, তিনি তাঁর অনুরাগীদের সম্মান করেন এবং তাঁদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রেখে চলতে চান।

কিন্তু সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি টুইটার পোস্ট সমস্যার সৃষ্টি করেছে।  অমিতাভ কবিতা পড়তে ভালোবাসেন।  কিছুদিন আগে একটি কবিতা পড়ে তাঁর ভালো লাগায় তিনি কবিতাটি পোস্ট করেন টুইটারে।  তবে তিনি কবির নাম উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন।  ঘটনাচক্রে কবি নিজেও অমিতাভের ফ্যান।  তাঁর নাম টিনা আগরওয়াল(Tina Agarwal)।  টিনা নিজেই অমিতাভকে টুইট করে জানিয়েছেন, কবিতাটি তাঁর লেখা। এর পরেই  অমিতাভ তাঁকে সম্মান জানিয়ে টিনার নাম টুইটারে পোস্ট করে টিনার কাছে ক্ষমা চেয়ে বলেন, তিনি জানতেন না কবিতাটি আসলে কার লেখা। টিনার কবিতাটির প্রশংসা করেন অমিতাভ। এরপর অমিতাভের পোস্টকে রিটুইট করে টিনা লিখেছেন, অমিতাভ সোশ্যাল মিডিয়ায় টিনার নামের উল্লেখ করে টিনার লেখা কবিতাটি ভালো লাগার কথা বলেছেন, টিনার লেখনীর প্রশংসা করেছেন, এটাই টিনার কাছে সেরা পাওনা। অমিতাভ টিনাকে সম্মান প্রদর্শন করেছেন, এটাই টিনার কাছে শ্রেষ্ঠ পুরস্কার।

About Author