জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নথিভুক্তিকরণ এক নয় বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শাহ এদিন এনপিআর-এর মাধ্যমে নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য কেরালা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। এই সিদ্ধান্তে আসাদ উদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনেরও সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
‘আমার সামান্য অনুরোধ দুই মুখ্যমন্ত্রীর প্রতি, তাঁরা যেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন’ সংবাদসংস্থাকে জানান অমিত শাহ। একইসঙ্গে, দুই মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে বহু গরীব মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে বলেও জানান তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী কেরল ও পশ্চিমবঙ্গের দুই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আপনাদের রাজনৈতিক লাভের জন্য গরীব মানুষদের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবেন না।’
এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ আসাদ উদ্দিন ওয়েইসির কথা উল্লেখ করেন। এনপিআর নিয়ে বিজেপি বিরোধী অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সদর্থক ভূমিকার কথাও মনে করিয়ে দেন তিনি। বলেন, ‘যদি আমরা বলি সূর্য পূর্বদিকে ওঠে, ওরা বলবে পশ্চিমে ওঠে। বিজেপি বিরোধিতা ওদের ঘোষিত অবস্থান। কিন্তু ওরাও এনপিআর-এর এনআরসি-কে গুলিয়ে ফেলেনি।’ শাহ এও মনে করিয়ে দেন যে, এনপিআর-এর ঘোষণা বিজেপির ম্যানিফেস্টোতেও ছিল না। বিজেপি সরকার শুধু কংগ্রেসের শুরু করা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে চলেছে।