Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

আজই নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিজেপি, গুরুত্ব পাবে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গেরুয়া শিবিরের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে

×
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। কিছুদিন বাদেই আছে প্রথম দফার নির্বাচন। এরমধ্যে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল শেষ মুহূর্তে তাদের প্রচার করতে পূর্ণ উদ্যমে মাঠে নেমে পড়েছে। নির্বাচনের আগে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহার প্রকাশ করে দিয়েছে। সেই ইশতেহারে রীতিমতো কল্পতরু হয়ে উঠেছেন মমতা ব্যানার্জি। তবে এরপর আজ অর্থাৎ রবিবার শাহ সভায় ইশতেহার প্রকাশ করবে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবার সংযুক্ত মোর্চা সরকার ইশতেহার প্রকাশ করেছে। সেখানে তারা সিঙ্গুর-নন্দীগ্রামের শিক্ষার প্রতিফলন দেখাতে চেয়েছে এবং তারা সাফ জানিয়েছে যে তারা ক্ষমতায় এলে এ রাজ্যে এনআরসি হবে না।

Advertisements
Advertisement

তবে বাংলার মানুষ বেশ কিছুদিন ধরে অপেক্ষা করেছিল গেরুয়া শিবিরের ইশতেহারের। আসলে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তাই তৃণমূল ইস্তেহার প্রকাশের পর বাংলার মানুষ অপেক্ষা করছে বিজেপি তাদের ইশতেহারে কতটা জনমুখী হয়ে উঠতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সন্ধ্যেবেলা ইস্টার্ন জনাল কালচারাল সেন্টার থেকে বিজেপির ইশতেহার প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে গেরুয়া ইশতেহারে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া বিজেপি সরকার হয়তো সরকারি চাকরিতে মহিলাদের সুবিধার কথা বলতে পারে অর্থাৎ মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি দিতে পারে গেরুয়া শিবির।

Advertisements

এছাড়াও কিছুদিন ধরেই বিজেপি যে সমস্ত ইস্যুতে প্রচার করছে সেই অনুযায়ী আশা করা যায় বিজেপির ইশতেহারে সপ্তম পে কমিশন চালু করার কথা থাকবে। আর তপশিলি উপজাতি শ্রেণী ও পিছিয়ে পড়া মানুষদের জন্য একাধিক সুযোগ সুবিধা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া বিজেপি ক্ষমতায় এলে কি কি নতুন প্রকল্প বাংলার মানুষের জন্য আনবে তা জানা যাবে আজকের ইস্তেহারে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button