Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে আসলেও এবারে মতুয়াদের পাড়ায় যাবেন না অমিত শাহ, নতুন কর্মসূচি স্থির বিজেপিতে

চলতি মাসে অমিত শাহ পুনরায় একবার বাংলায় আসতে চলেছেন। কিন্তু এবারের কর্মসূচিতে তিনি মতুয়া পাড়াতে যাবেন না। সম্প্রতি বিজেপির রাজ্য নেতৃত্ব যে কর্মসূচি পেয়েছে তাতে, উত্তর ২৪ পরগনা জেলার কোন…

Avatar

চলতি মাসে অমিত শাহ পুনরায় একবার বাংলায় আসতে চলেছেন। কিন্তু এবারের কর্মসূচিতে তিনি মতুয়া পাড়াতে যাবেন না। সম্প্রতি বিজেপির রাজ্য নেতৃত্ব যে কর্মসূচি পেয়েছে তাতে, উত্তর ২৪ পরগনা জেলার কোন নাম নেই। কাজেই, এই সফরে বনগাঁ তে গিয়ে কোন কর্মসূচি করার পরিকল্পনা নেই অমিত শাহের। মতুয়াদের সভায় গিয়ে তিনি কোনরকম বার্তাও দেবেন না নাগরিকত্ব আইন নিয়ে।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে প্রথমে জানানো হয়েছিল, অমিত শাহ এই সফরে উত্তর ২৪ পরগণা জেলাতে মতুয়া পাড়াতে গিয়ে নাগরিকত্ব আইন নিয়ে একটি সভা করবেন। নয়া নাগরিকত্ব আইন নিয়ে তাদেরকে আশ্বাস দেয়ার কর্মসূচি ছিল তার। তবে সোমবার তার এই কর্মসূচির তালিকা থেকে বাদ চলে যায় মতুয়াদের পাড়া। তবে এবার না হলেও পরের বার তিনি অবশ্যই যাবেন মতুয়াদের এলাকায় সভায় যোগ দিতে। এখনো পর্যন্ত যা কর্মসূচি স্থির আছে, সেই অনুযায়ী তিনি শনিবার মেদিনীপুরে যাবেন। রবিবার তিনি যাবেন বোলপুরে। সেখানে তিনি একটি রোডশো এবং সভা করবেন। পাশাপাশি বিশ্বভারতীতে ও একটি কর্মসূচি রয়েছে তার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এবারে, নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের ভূমিকা আরো শক্ত করার বার্তা দিয়েছেন শান্তনু ঠাকুর। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ এলাকায় গিয়ে একটি সভা করে সেখানকার মতুয়াদের আশ্বস্ত করেছেন, মতুয়ারা ভারতের নাগরিক। তাদের নতুন করে কোনো পরিচয় পত্রের প্রয়োজন নেই বলেও তিনি জানিয়েছেন। এইভাবে তিনি মতুয়াদের মন জয় করার চেষ্টা করেছেন। মতুয়াদের প্রতি তাঁর এই মনোভাব কে কুর্নিশ জানিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর এর এই ভূমিকা নিয়ে পুনরায় জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতির অন্দরে।

About Author